জুড়ীতে বিএনপির সকল কর্মসূচিতে যুবলীগ সভাপতির সরব উপস্থিতি: ক্ষুব্ধ নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, 8:24 PM

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, 8:24 PM

জুড়ীতে বিএনপির সকল কর্মসূচিতে যুবলীগ সভাপতির সরব উপস্থিতি: ক্ষুব্ধ নেতাকর্মীরা
মৌলভীবাজার জেলার জুড়ীতে বিএনপির সকল কর্মসূচিতে যুবলীগ সভাপতির সরব উপস্থিতিকে কেন্দ্রকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, ওই যুবলীগ সভাপতি ৫ আগস্টের পর আওয়ামী লীগের সোর্স হিসেবে কাজ করছে।
বিএনপি'র ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর আঞ্জুরি কোনার বাসিন্দার সিএনজি চালক মোঃ মাসুম আহমেদ দীর্ঘদিন থেকে জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের পারিবারিক ড্রাইভার ছিলেন। এরই সুবাদে রিংকু রঞ্জন দাসের আশীর্বাদ পুষ্ঠ হয়ে সিএনজি চালক মোঃ মাসুম আহমেদ ভাগিয়ে নেন ওয়ার্ড যুবলীগের সভাপতির পদ। যুবলীগের সভাপতি হওয়ার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম অপকর্মে জড়িয়ে পড়ে সে। শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প থেকে ঘরসহ আওয়ামীলীগ সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে মাসুম। সম্প্রতি সময়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে সিএনজি চালক যুবলীগ নেতা মাসুম। এদিকে সমাই বাজারে এক প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয় সে। এ নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধোলাইয়ের ভিডিও ভাইরাল হয়।
ক্ষুব্ধ নেতাকর্মীরা আরো জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার সময় সিএনজি চালক যুবলীগ নেতা মাসুম সরাসরি জড়িত ছিলেন। কিন্তু অবাক করার বিষয় ৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ালেও এমন কোন অদৃশ্য শক্তির কারণে বিএনপির সকল কর্মসূচিতে যুবলীগ সভাপতি সিএনজি চালক মাসুমের সরব উপস্থিতি! বিষয়টি নিয়ে খুদ বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। মাসুমের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ করে অনেকেই বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি জামাতসহ জুড়ী উপজেলার সার্বিক তথ্য আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন গ্রুপে আদান প্রদান করছে সে।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল বলেন, বর্তমানে যুবলীগের কোন নেতাকর্মী যদি বিএনপির অনুষ্ঠানে আসে তাহলে এই বিষয়টির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি। আমি আশা করছি ভবিষ্যতে এই বিষয়টি দলের নেতাকর্মীরা মাথায় রাখবেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, যুবলীগের নেতা হয়ে বিএনপি এবং প্রশাসনের সাথে থাকে কিভাবে ? এ বিষয়ে সঠিক তথ্য প্রমাণ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।