ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

মোহাম্মদপুর এলাকায় একটি বাজারের ক্রয়কৃত দোকান দখল, থানায় অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  4:45 PM

news image

চলতি মাসের জানুয়ারির ১ তারিখে এই দোকান দখলের ঘটনাটি ঘটে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদীয়া হাউজিং লিঃ কাচাবাজরে। এই বাজারে মোট ২০০ থেকে ২৫০ টি দোকান রয়েছেন। দোকান গুলো বরাদ্দকৃত ভাবে মলিক বিভিন্ন ব্যক্তি। এটি সিটি কর্পোরেশনের অস্থায়ী কাজাবাজার। সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ নিয়ে একেকজন দোকান মালিক হয়েছে এবং দলীলমূলে বিক্রিও করেছে বলে জানা যায়। নিয়ম অনুযায়ী যার কাছে দোকান ক্রয়ের দলিল থাকবে সেই দোকানের মালিক থাকবে।

এই বাজারটি যখন যে সরকার আসে তখন তাদের নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু বর্তমানে দলীয় সরকার না থাকার কারণে দোকান ও বাজার দখলের মত ঘটনা ঘটেছে।  ঘটনা সূত্রে জানা যায় মহিউদ্দিন নামে এক ব্যক্তি এই বাজারে ৪ টি দোকান দেখভাল করেন, দোকান চারটি তার নিকট আত্মীয়র। এরমধ্যে মহিউদ্দিনের ছেলে, স্ত্রী এবং বড় ভাই। দোকানগুলোর মালিক। এরা ভাড়া দিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছে কিন্তু চলতি জানুয়ারি মাসে, বর্তমান সভাপতি দাবি করা মো: আবুল মিয়া (আবরু) এবং তার দলবল নিয়ে চারটি দোকানই দখল করে এবং ভাঙচুর চালায়।  দোকান গুলো হচ্ছে গ ৩৮, গ ৩৯, গ ৩৭ গ ৪০ দোকান দখলের সময় আবুলের সাথে অন্যরা ছিলেন মোঃ বাবু, মোঃ শাজাহান,  মোঃ সোহেল।  এদের সবার বিরুদ্ধে চলতি মাসের ৪ তারিখ মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মহিউদ্দিন। 

এবিষয় ভুক্তভোগী মহিউদ্দিন বলেন, আমাদের দোকান দখলের বিষয় টি, বর্তমান দায়িত্ব থাকা আবুল মিয়াকে জানালে সেখানে আমার সাথে অসংলগ্ন কথাবার্তা বলে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে আমি টাকা না দিয়ে, তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছি।তিনি আরো বলেন, চলতি মাসের ১ জানুয়ারি আমার ভাড়াটিয়াদের মারধর করে দোকান দখল করে এবং সেখানে দোকানের ডেকোরেশন সামগ্রী প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটপাট ও নষ্ট করে ফেলে।

এবিষয় বাজারের দায়িত্বে থাকা আবুল মিয়া মুঠোফোনে বলেন, এই দোকান গুলো আমি দখল করিনাই। দখল মুক্ত করেছি। মহিউদ্দিন এক সময় এই বাজারের সভাপতি ছিলেন, এই দোকানের মালিক অন্য কেউ রয়েছে। মহিউদ্দিন না। তিনি বলেন, আমি এই বাজারের নির্বাচিত সভাপতি ছিলাম আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বের করে দেওয়া হয়। এখন আবার আমি বাজার নিয়ন্ত্রণে নিয়েছি। 

এবিষয় ভুক্তভোগী মহিউদ্দিন আরো বলেন, দোকানগুলো  যখন ক্রয় করা হয় তখন আবুল মিয়া নিজেই দলিল করে দিয়েছে, গ ৩৮ নাম্বার দোকানটি। আর অন্য দোকান গুলো ক্রয় করার সকল দলীলপত্র আমাদের কাছে রয়েছে। কিন্তু হটাৎ দোকান গুলো দখল হয়ে যায় এবিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

সরেজমিনে গেলে বাজারের কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই চারটি দোকান মহিউদ্দিনের পরিবারের ক্রয়করা। বাজারে তকে খোকা বলে সবাই চিনেন । কয়েকজন বলেন, এই দোকান গুলো শুনেছি দখল হয়েছে কিন্তু দোকানগুলোর মালিক মহিউদ্দিন খোকার দুই ছেলে এবং তার স্ত্রী এবং বড় ভাইয়ের। স্থানীয়রা বলেন, এবিষয়ে পুলিশ এসেছিল।


 
মোহাম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, বলেন, শিয়া মসজিদ এলাকায় মোহম্মদীয়া কাঁচাবাজারে দোকান দখলের ঘটনা ঘটেছে, আমি দুই পার্টি কেই থানায় ডেকেছি তাদের বৈধ কাগজপত্র নিয়ে। দলির যার নামে থাকবে তিনিই দোকানের মালিক হবে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, দলিল যার দোকানও তার।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল