ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

রাজশাহীতে পাচারের সময় ৭০ বস্তা সার আটক

#

০৮ সেপ্টেম্বর, ২০২২,  8:58 PM

news image

রাজশাহীর বাঘায় ৫০ বস্তা সার পাচারের সময় সার বহনকারি ট্রলিসহ চালক সেকান্দার (৩৫)কে আটক করেছে পুলিশ।উদ্ধারকৃত সারের মধ্যে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা ইউরিয়া (নাইট্রোজেন) ,৩৫ বস্তা ডিএপি (ড্রাই এমোনিয়াম ফসফেট) ছিল ।


পরে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারিন তাসনিম নীলয় বাদি হয়ে বিসিআইসি অনুমোদিত সার ডিলার লুৎফর রহমান ও ট্রলি চালক সেকেন্দার রহমানকে আসামী করে মামলা দায়ের করেছেন ।


পুলিশ জানায়, বৃহস্পতিবার ট্রলি চালক সেকেন্দার রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিলার লুৎফর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


জানা যায়, ট্রলি চালক সেকেন্দার রহমান উপজেলার বাঘা পৌরসভার ছাতারী গ্রামের মৃত সিফার মন্ডলের ছেলে। সে পাকুড়িয়া ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার লুৎফর রহমানের গোডাউন থেকে সারগুলো তার ট্রলিতে বোঝাই করে লালপুরের নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাঘা-লালপুর সীমান্ত এলাকা থেকে লালপুর থানা পুলিশ সারসহ ট্রলি চালককে গ্রেপ্তার করে।


বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করা হয়েছে। পরে ডিলার ও ট্রলি চালকের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।


সার ডিলার লুৎফর রহমানের গোডাউনে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার ছোট ভাই গোলাম হোসেনের সাথে কথা বললে জানান, শুনেছি সার বোঝাই ট্রলিটি বাঘা তেল পাম্পের সামনে নষ্ট হয়ে যায়। পরে সেকেন্দার রহমানের ট্রলিতে সার তুলে নিয়ে যাচ্ছিল।


তার দাবি,জব্দ করা সারগুলো তার ভাইয়ের গোডউন থেকে নেওয়া হয়নি। কোথায় থেকে নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কিনি বলেন, সেটা আমার জানা নেই। প্রতিহিংসামূলক আমার ভাইকে ফাঁসানোর জন্য নাম বলতে পারে । অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান