খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
২২ নভেম্বর, ২০২১, 4:23 PM

২২ নভেম্বর, ২০২১, 4:23 PM

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারগাড় থেকে মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন,উপজেলা বিএনপি নেতাকর্মীগন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্টিত হয়।
‘সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,সহ সংগঠনিক জুনাব আলী,তাহিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল,বাদাঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টার,বালিজুরি ইউনিয়নের সাধারণ সম্পাদক জমিউল হক,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুরাদ তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।’
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসনাত রাসেল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,জেলা তরুন দলের যুগ্ম আহবায়ক লোকমান হেকিম, প্রমুখ সহ যুবদল,সেচ্ছাসেবকদল ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।