ঢাকা ০১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

সুনামগঞ্জে বন্যার্তদেরকে চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা দিচ্ছে মেড গ্লোবাল

#

০১ সেপ্টেম্বর, ২০২২,  5:26 PM

news image

বিশ্বে বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা" নিশ্চিত করণ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে স্বাস্থ্য সেবায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন মেড গ্লোবাল। জেলার বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৪ হাজার ৯ শত ১৭ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেছে সংগঠনটি। গত ১০ আগস্ট থেকে রোববার (২৮ আগস্ট) বিকেল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র রোগীদেরকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে রোববার (২৮ আগস্ট) জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ৪০০ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র প্রদান করা হয়। এর আগে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন,বেহেলী ইউনিয়ন,বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর,পলাশ,সলুকাবাদ ও ধনপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়,স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়,বিভিন্ন মন্দির ও মাদ্রাসায়  পৃথক পৃথক স্বাস্থ্য ক্যাম্প স্থাপনের মধ্যে দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে সংস্থাটি। সাহায্যকারী সংস্থা (এলডিএস) এর অর্থায়নে হাওর এলাকায় বন্যা পরবর্তী দুর্যোগ মহামারী মোকাবেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার  পাশাপাশি দরিদ্র রোগীদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়েছে সংগঠনটির উদ্যোগে। চিকিৎসা প্রদান করেন মেড গ্লোবালের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা,ডাঃ ফাতেমা,ডাঃ  রেহানা ও চিকিৎসা সহকারী রেজাউর রহমানসহ সংগঠনটির নিজস্ব স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্যকর্মী সমন্বয়ে গঠিত ১১ সদস্যের একটি মেডিকেল টিম। কমিউনিকেশন অফিসার সাহাদাত হোসেন বলেন, এলডিএস এর অর্থায়নে আন্তর্জাতিক সেবা সংস্থা মেড গ্লোবাল বাংলাদেশের  তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলায় ৭ হাজার ২শত জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ত্রাণ সহায়তা দেয়ার টার্গেট নিয়ে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি। ১০ আগষ্ট থেকে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা সেবার সাথে সাথে রোগীদের মাঝে ত্রাণ বিতরণও করা হয়েছে। ত্রাণের প্যাকেটে রয়েছে চাল,ডাল,চিনি,সোয়াবিন,লবন,সাবান,ডিটারজেন্ট পাওডার, বোতলজাত পানি ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট। তিনি আরো বলেন,সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশে ২০১৭ সালে মেড গ্লোবাল এর যাত্রা শুরু হয়। কক্সবাজারের সমিতিপাড়ায় ম্যাটার্নিটি এন্ড বার্থ সেন্টার এমবিসি ও টেকনাফে হ্যাল্থ পোস্ট এইচপি নামে এই সংস্থাটির দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যন্তÍ অঞ্চলে হতদরিদ্র জনসাধারনের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা। এছাড়াও দেশের বিভিন্ন এনজিওদেরকে স্বাস্থ্যসেবা প্রশিক্ষনসহ সহযোগীতা এবং ইউক্রেনসহ বিশ্বের ১১টি দেশে স্বাস্থ্যসেবা ও পূনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে মেড গ্লোবাল।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল