ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নিউইয়র্ক প্রবাসী জসীম উদ্দীন ট্যাব অ্যাওয়াড পেলেন

#

২২ নভেম্বর, ২০২১,  12:03 PM

news image

                             

নিউইয়র্ক প্রবাসী সাবেক ছাএনেতা জসীম উদ্দীন ট্যাব অ্যাওয়াড পেয়েছেন  । টেলিভিশন রিপোর্টস ইউনিট অব বাংলাদেশ ( ট্যাব ) এর ২০২১ এর ২৭ তম আসরে বাংলা এবং ইংরেজী সাহিত্য আমেরিকার মূলধারার লেখক হিসাবে বিশেষ অবাদানের জন্য সাহিত্য সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্র বসবাসকারী বাংলাদেশী আমেরিকান জসীম উদ্দীন । জসীম উদ্দীন যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে অবস্হান করায় প্রধান অতিথী  তথ্য মন্তী ড.হাসান মাহমুদ এমপির  কাছ থেকে তার পুরস্কার গ্রহন করেন তার কোমপানী সুপার ডেনিম টেক্সটাইল মিলের পরিচালক মুহাম্মদ আল তাকি আতিক । অনুষ্টানে সভাপতি  সালাম মাহমুদ ।বিশেষ অতিথী  ছিলেন সাংস্কৃতিক প্রতি মন্তী  কে এম খালিদ এম পি । এই বনাঢ্য অনুষ্টানে সাত জন কে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নইম নিজাম সহ বিশেষ ব্যক্তি বর্গ । ৫২ জনকে বাংলাদেশর বিভিন্ন ক্ষেএে অবাদানের জন্য পরিস্কার প্রদান করা হয় । এই যাবত কালে সবচেয় বেশী গুনীজনেকে পুরস্কৃত করা হয় ।প্রধান অতিথী  ট্যাব এর প্রশংসা করে বলেন , সাংবাদিক রা হলেন জাতির বিবেক এবং দেশের শক্তি শালী বিরুধী দল বস্তু নিষ্ট সাংবাদিকতা সমাজের অনিয়ম দূরনীতিকে আগুল দিয়ে দেখিয়ে দেয় এবং সরকার এ সরকারী দল তা থেকে সজাগ হন । তিনি বলেন যখন সংসদে বিরুদী দল ভুমিকা রাখতে ব্যর্থ শুধু সাংবাদিক গন পারেন একটি শক্তি শালী গনতন্ত্র প্রতিষ্টা করতে । অনুষ্টানে ঢাকার বিভিন্ন সংস্কৃতিক . রাজনৈতিক , ব্যক্তি বর্গ উপস্হিত ছিলেন ।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান