ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

বাই চান্স বনাম বাই চয়েস(By chance V By choice) :মিজান বিন মজিদ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  5:46 PM

news image

রাশেদুল ইসলাম চরজব্বার(নোয়াখালী):

কাউকে যদি প্রশ্ন করেন,কী হতে চান/চাও? উত্তর দিতে অপারগতা প্রকাশ করবেন অনেকে। কারো কারো ইচ্ছে আছে আকাশ ছোঁয়ার। কিন্তু তার পায়ের নিচে মাটি নেই,গায়ের উপর গত্র নেই! ইচ্ছেবিলাস সবার জাগে। হুমায়ুন ছিলেন ইচ্ছেবিলাসের বরপুত্র। আমাদের হুমায়ুন,দিল্লির দরাজদিল তাজমহল নির্মাতা নয়। অবশ্য তিনিও খেয়ালিই ছিলেন।নইলে মহল শব্দ মহলেই বিরাম লাভ করত!

কথাকার হুমায়ুনের ইচ্ছেবিলাসের সাক্ষী নুহাশপল্লি। আমারও ইচ্ছে করে রুহিতন হরতন উপমানিকেতন অথবা দুকন্যাসদন টাইপ কিছু করতে!

আমাদের মত দেশে ইচ্ছে করলে ঘোড়ায়চড়া হবে না। না। আগে মাটিতে পা রাখতে হবে। তারপর আকাশপানে দৃষ্টিদান!  সারাক্ষণ উদরজ্বালায় জ্বলতে জ্বলতে বোধের জ্বালা নিভুপ্রায়! উপভোগ আর উদ্বোধন আমাদের নাই। 

সকাল বিকাল নানাপেশা সম্পর্কে নিন্দামন্দ্য শুনি। শিক্ষকতা কেউ করে! মাস্টারির বাজার দর আর শাকসবজির উচ্চমূল্য বিপ্রতীপ পথের পথিক! সব্জির দাম বাড়ে,শিক্ষকতার দাম কমে! এই যাদের নিকেশ তাদের দলে ঢুকতে পারি নে।দুঃখিত। তোমাদের বাজারবুদ্ধি আমি মানি না। মানি না

কস্মিনকালেও মানব না। 


আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিয়েছি এই পথ।পেয়েছি হাজার বছর বাঁচবার রসদ। কী পরিমাণ পেয়েছি? অপরিমেয়। অনির্বচনীয়। অতুলনীয়। অভাবিত। অভূতপূর্ব। অবিশ্বাস্য। দুর্মূল্য। মহার্ঘ।

টাকায় তারে পারে না লভিতে,কবি তারে প্রকাশে অক্ষম।

কারণ, বাই চয়েস টিচার হয়েছি। বাই চান্স নয়।

জেনেশুনে বিষপানেও নিশ্চয়তা থাকে!!!

আমাদের অনেকেই না জেনেই ডাক্তারির পেছনে ইঞ্জিনিয়ারিং এর সামনে আর সমরে অমর হবার ভেক ধরি। যার মধ্যে সেবারূপ কোষ অনুপস্থিত তার ডাক্তার না হওয়াই শ্রেয় নয় কী? মানুষের ঘা দেখে যার গা শিউরে ওঠে তার ওটিতে কাম কী?


পেশায় আসুন জেনে শুনে। চয়েসের জন্য ত্যাগ চাই। চান্সে চিৎকার করা যায়, গান নয়! গলা লাগবে...। স্কুল কলেজে শার্ট গায়ে চাকরি করার নাম শিক্ষকতা নয়। এটা শিল্প। আদি ও অজর।

শিল্পিশিক্ষক মরে না, বেতন ভাতায় তারা মূল্যবান নন। অন্তরের সবচে গভীর প্রকোষ্ঠে তারা বিরাজ করেন দেবতার বর হয়ে। তুমুল মুখরতা নিয়ে।

 

শিক্ষকতা দেখেছি কম,  শিক্ষক তারও কম। শিক্ষকতার ছদ্মাবরণে সবাই চাকরিজীবী।

আপনি যদি তাই হন, কেন শ্রদ্ধা আশা করেন?

আপনার বিরুদ্ধে যৌন নিপীড়ন আদালত বসে বিশ্ববিদ্যালয়ে....

আপনার চয়েসটা না রাবিশ!!

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল