নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ
২১ নভেম্বর, ২০২১, 5:56 PM

২১ নভেম্বর, ২০২১, 5:56 PM

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ
কেরোসিন, ডিজেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর বিএনপি।
রোববার বেলা ১১ টায় রাজশাহীর কামারুজ্জামান চত্বর থেকে শুরু করে নিউ মার্কেট এলাকায় বিভিন্ন ব্যবসায়ী, অটো রিকশা চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দের বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।