ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর নিহত
২১ আগস্ট, ২০২২, 7:46 PM

২১ আগস্ট, ২০২২, 7:46 PM

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর নিহত
যশোর বেনাপোল মহাসড়কে ঝিকরগাছার নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার পুটখালী গ্রামের মোঃ তবি মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সাড়ে আটটার সময় যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে মটরসাইকেল (যশোর- ল-১২-০৮৬৬) যোগে হাবিবুর যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে অজ্ঞাত একটি পরিবহন তার পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এসময় হাবিবুরের মাথায় আঘাত লাগার কারণে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে সে মারা যান। তাৎকণিক খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেন।
নাভারণ হাইওয়ে ফাঁড়ির এসআই আমিরুজ্জামান জানান, লাশের প্রাথমিক সুরকহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমাদের কার্যক্রম চলছে।