ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

উস্তি থানার ওসির তৎপরতায় গ্রেফতার দুই গাজা ব্যাবসায়ী

#

২১ নভেম্বর, ২০২১,  1:10 PM

news image


দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসির তৎপরতায় গতকাল গভীর রাতে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল থেকে দুই গাজা ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। ধৃত গাজা ব্যাবসায়ীর নাম রাজ লস্কর ও জাকির লস্কর। পুলিশ সূত্রে খবর এরা দীর্ঘদিন ধরে কলকাতা থেকে গাজা ও মাদক দ্রব্য নিয়ে এসে উত্তর কুসুম ও উস্তি থানার বিভিন্ন যায়গায় বিক্রি করতেন। এদিন উস্তি থানার ওসির নির্দেশ এ গভীর রাতে মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত উত্তর কুসুম অঞ্চলে অভিযান চালিয়ে দুই গাজা ও মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। আজ তাদেরকে ডায়মন্ডহারবার এস ডি জি এম আদালতে তোলা হবে। তবে দীর্ঘদিন ধরে এরা যে গাজা ও মাদক দ্রব্য বিক্রি করছিল তা পুলিশ কেন এত দেরিতে গ্রেফতার করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে থানার ডাক মাস্টার কে পয়সা খাইয়ে এই বেআইনি ব্যাবস্থা করে আসছিল। এলাকার মানুষের দাবি উত্তর কুসুম অঞ্চলের কিছু ছেলে চুরি চামারি ছেড়ে দিয়ে তারা গাজা ও মাদকের ব্যবসা শুরু করেছে। মাঝে মাঝে পুলিশ হানা দিলে তার আগে খবর পেয়ে সরে পড়তেন এই সব মাদক ও গাজা ব্যাবসায়ীরা। যার ফলে খালি হাতে ফিরতে হতো। এই অঞ্চলের প্রকৃত পক্ষে যিনি গাজা ব্যাবসায়ী তিনি এখনো অধরা। এলাকার মানুষের অভিযোগ যে পুলিশ যাতে তাকে ধরতে না পারেন তার জন্য ঐ গাজা ও মাদক ব্যবসায়ী শাসক দলের বিধায়ক ও জেলা পরিষদ সদস্য এবং শাসক দলের নেতাদের কাছাকাছি থাকেন। যাতে পুলিশের নজর এড়িয়ে যায়। কিন্তু ডায়মন্ডহারবার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার তার জেলা পুলিশের অধীনে কোন অপরাধ মূলক কাজ করবেন তা তিনি মেনে নেবেন না। তাই অপরাধ মুক্ত ডায়মন্ডহারবার জেলা করতে বিভিন্ন থানার ওসি ও আই সি রা অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সেই অভিযানে অংশ হিসেবে গতকাল গভীর রাতে উত্তর কুসুম অঞ্চল থেকে দুই গাজা ও মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান