র্যাব-৫, রাজশাহীর অভিযানে ২শো গ্রাম হেরোইন উদ্ধার' ০১ নারী মাদক মাদক কারবারি গ্রেফতার
৩১ জুলাই, ২০২২, 3:28 PM

৩১ জুলাই, ২০২২, 3:28 PM

র্যাব-৫, রাজশাহীর অভিযানে ২শো গ্রাম হেরোইন উদ্ধার' ০১ নারী মাদক মাদক কারবারি গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ২৯ জুলাই ২০২২ ইং তারিখ ০৮.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রাজশাহী রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দায় অপারেশন পরিচালনা করে যথাক্রমে, (ক) হেরোইন- ২০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীমকার্ড-০২টি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোছাঃ সালমা বেগম (৩৪), পিতা- মৃত আতাহার আলী হাওলাদার, স্থায়ী সাং- তেলিখালি, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, এ/পি সাং- পশ্চিম হোসেন আহম্মদ পাড়া, ওয়ার্ড সং- ৪০, থানা- পতেঙ্গা, চট্টগ্রাম।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রাজশাহী রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই ইং ২৯/০৭/২০২২ তারিখ ০৮.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রাজশাহী রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দায় পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী র্যাব সদস্যদের সহায়তায় তাহাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান মাদক বিরোধী অভিযানে ২'শো গ্রাম হেরোইন উদ্ধার' ০১ নারী মাদক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (২৯ জুলাই, ২০২২ ইং সিপিএসসি, র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।