ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ঢাবিতে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক ড.মীজানুর রহমান

#

৩১ জুলাই, ২০২২,  11:45 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) কর্তৃক আয়োজিত দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থ জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক  ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।টিএসসি মিলনায়তনে গত ২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৭টি জেলা থেকে আগত ৭২টি স্কুল টিম, ৬২টি কলেজ টিম ও ৫০টি বিশ্ববিদ্যালয় টিমের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া কুইজ ব্যাটলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করে ৬০টি টিম।এ বছর আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতায় খিলগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দল এ এস, আন্তঃকলেজ প্রতিযোগিতায় নটরডেম কলেজের দল এনডিসি গোল্ড, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ঢাবি দল ম্যাগমা স্ফিনক্স ও কুইজ ব্যাটল প্রতিযোগিতায় ঢাবির পপুলেশন সায়েন্স চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ওপেন কুইজ প্রতিযোগিতায় ছয় জন ও সোলো কুইজ প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কৃত করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সম্মানিত মডারেটর ড. মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি নওশের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সরকার। খবর বাপসনিউজ।অনুষ্ঠানটিতে কুইজমাস্টারের দ্বায়িত্ব পালন করেন জনাব হাবিবুল্লাহ সরকার, ফাহাদ মজুমদার, সাদমান মুজতবা রাফিদ, অর্ণব র‍য় পার্থ এবং ইয়াসির আরাফাত।প্রতিযোগিতার ব্রডকাস্টিং পার্টনার ছিল যমুনা টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল সমকাল, দ্য বিজনেস ষ্ট্যাণ্ডার্ড, জাগো নিউজ২৪ ডট কম, বাংলাদেশ মোমেন্টস এবং রেডিও টুডে। স্ন্যাকস পার্টনার ছিল কিষোয়ান স্ন্যাকস লিমিটেড, টি-শার্ট পার্টনার জয়কলি প্রকাশনী এবং আইস্ক্রিম পার্টনার লাভেলো আইসক্রিম।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান