ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী (রহ.) পহেলা বার্ষিকী পালিত

#

আহসান হাবীব, নোয়াখালীঃ

৩০ জুলাই, ২০২২,  6:46 PM

news image

৩০ জুলাই শনিবার লক্ষীপুরস্থ সাইফিয়া দরবার শরীফে পালিত হল পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী (রহ.)। সাইফিয়া দরবার শরীফের পর্দানশীন পীর সাহেব ক্বেবলা শাহসুফী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী ( আল ক্বাদরী- আল চিশতী)'র প্রথম বেছালে হক দিবসে (পর্দা দিবস) পালন করা হয় এই   পবিত্র ফাতেহা শরীফ। ৩০ জুলাই দিনের প্রথম প্রহরে পবিত্র রওজা জিয়ারতের মাধ্যমে  অনুষ্ঠানের শুভ সুচনা করেন দরবার শরীফের বর্তমান গদিনশীন রাহনুৃমায়ে সাইফি আলহাজ শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী ( মাঃজিঃআঃ)। 


যোহরের নামাযের পুর্বেই হাজার হাজার ভক্ত- মুরিদানের  আগমনে মুখরিত হতে থাকে দরবার শরীফ প্রাঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে কাফেলা সহকারে যোগদান করে শত শত ভক্তকুল। দিনব্যাপী  বিভিন্ন খতমে শরীফ, তাসবীহ তাহলিল ও নানা ইবাদত বন্দেগীতে মশগুল থেকে ভক্তকুল পালন করেন তাদের আপন মুর্শিদ প্রেমের মুর্শিদ খ্যাত মুর্শিদে হক লক্ষীপুরীর পবিত্র বেছাল দিবস ( পর্দা দিবস)। দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর আশেকানে সাইফিদের উপস্থিতিতে উন্মোচন করা হয় দরবার  শরীফের  লোগোসহ নিজস্ব পতাকা "নিশান ই সাইফি"। এছাড়াও পীর সাহেব ক্বেবলার স্বহস্তে প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন  কাদেরিয়া-সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া  মাদ্রাসায় তিনার স্মৃতি সংরক্ষণে উদ্ভোধন করা হয়" প্রাণে মহান মুর্শিদ ক্বেবলা কর্ণার"। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান রাহনুমায়ে সাইফি আলহাজ শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী (মাঃজিঃআঃ)। আরও উপস্থিত ছিলেন আওলাদে অলি দাদাভাইজান জনাব রেজায়ে রাব্বী সিদ্দিকী, কাদেরিয়া সাইফিয়া দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুহাম্মদ আবুল কালাম আজাদ, পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ  ও আন্জুমানে জাকেরীন মোজাহিদ পরিষদের সদস্যবৃন্দ।


৩০ জুলাই দিবাগত রাত দেশবরেণ্য ওলামায়ে কেরামগনের বিশেষ ওয়াজ মাহফিল,  জিকির আসকার, ও সমন্বিত জিয়ারতের মাধ্যমে শেষ হবে তাৎপর্যপুর্ণ এ পবিত্র ফাতেহা শরীফ।


উল্লেখ্য ৩০ জুলাই ২০২১ লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী- মুরিদানদের শোকের সাগরে ভাসিয়ে পর্দা নেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসুফি মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (আল ক্বাদরী- আল চিশতী)।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান