ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

শহরের আপ্তাবনগরে বোনের শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

#

২০ নভেম্বর, ২০২১,  11:03 PM

news image

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাবনগর আবাসিক এলাকায় আপন বড় ভাই কর্তৃক পিতার বসত বাড়ি থেকে বোনকে স্থায়ীভাবে উচ্ছেদ করার পর বোনের শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা,সদর মডেল থানায় অসহায় বোনের লিখিত একাদিক অভিযোগ করা হয়েছে। ১৬ নভেম্বর (মঙ্গলবার) ময়নার পয়েন্ট আবাসিক এলাকার আব্দুল মন্নান কলোনীতে ঘটনাটি ঘটেছে। আহত মহিলার নাম মোছাঃ শাহেরা বেগম (৪৫)। সে আপ্তাবনগর আবাসিক এলাকার দিনমজুর মশাল মিয়ার সহধর্মীনি। গুরুত্বর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালের মহিলা সার্জারী বিভাগে ভর্তি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, পূব বিরোধের জের ধরে ঘটনার দিন সকালে ময়নার পয়েন্টস্থিত আব্দুল মন্নান কলোনীতে বড় ভাই শাহী মিয়া এসে দেখেন শাহেরা বেগম ভাত রান্না করছেন। শাহী মিয়া বোন শাহেরা বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে গরম ভাতের ডেগ ছোলা থেকে উঠিয়ে শাহেরা বেগমের শরীরে ঢেলে দেয়। মূর্হুতেই শরীরের বিভিন্ন স্থানে জলসে যায়। দ্বিতীয় তলা থেকে শাহেরা বেগম আমারে পুড়ি লাইল রে চিৎকার করলে শাহ মিয়া দ্রæত পালিয়ে যায়। আহত শাহেরা বেগম বলেন, গত ১৩/৯/২০২১ইং তারিখে আমার ভাই শাহী মিয়া আমার বাবার বসত বাড়ি থেকে আমার বসতঘর ভাড়াটিয়া মাস্তান দিয়ে ভেঙ্গেঁ গুড়িয়ে দিয়ে আমার স্বামী সন্তানদের খুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গত ১৫/১০/২০২১ ইং তারিখে আমি ঘরের ভাঙ্গা মালামাল আনার জন্য বাড়িতে গেলে শাহী মিয়া তার স্ত্রী সন্তান মিলে শুকনো মরিচের গুড়া গুলে আমার শরীরে ঢেলে দেয়।

গত ১৬/১১/২০২১ইং তারিখে শাহী মিয়া আমার ভাড়াটিয়া বাসায় এসে ভাতের গরম পানি ঢেলে আমাকে হত্যা করার চেষ্টা করে। এ বিষয়ে শাহী মিয়া বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মো. শহিদুর রহমান বলেন, পূর্বের ঘটনায় একটি মামলা এফআইআর করে আদালতে পাঠিয়েছি। বর্তমান ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান