ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

পরকোটের সাবেক চেয়ারম্যান তৌহিদের নিকট থেকে আগ্নেয়াশ্রু উদ্ধার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৮ জুলাই, ২০২২,  1:35 PM

news image

চাটখিল উপজেলা ৩ নং পরকোট ইোউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের নিকট থেকে দেশিয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র( পাইপগান) উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার চাটখিল থানায় মামলা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি তৌহিদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে তৌহিদ চেয়ারম্যানের মেজে ভাই জহিরুল ইসলাম স্বপন ২ আগষ্ট ২০১৯ সালের মৃত্যুবরণ করেন। জহিরুল ইসলাম স্বপনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জহিরুল ইসলামের মৃত্যুর পর থেকে তার বিধবা স্ত্রী শারমিন আক্তার ও সন্তানদেরকে বিভিন্নভাবে তৌহিদ ও তার ভাই ভাতিজা হয়রানী করে আসছিল। এদের অত্যাচারে নির্যাতনে টিকতে না পেরে শারমিন দশঘরিয়ার আনোয়ার নামের এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শারমিন বর্তমানে তার দুই কন্যা সন্তানকে নিয়ে ফরিদগঞ্জস্থ তার পিতার বাড়ীতে অবস্থান করছে। মৃত জহিরুল ইসলাম স্বপনের ছেলে নাফিজ ইকবাল তার পিতার বাড়ীতেই বসবাস করে। গত কয়েক মাস যাবত নাফিসকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য তৌহিদ ও তার ভাতিজা নিলয় বিভিন্নভাবে নির্যাতন করে। এই ব্যাপারে চাটখিল থানায় দুটি অভিযোগ করা হয়। ২৭ শে জুলাই বুধবার দুপুর ১২টার  দিকে চাটখিল থানার পুলিশের উপস্থিতিতে তানভিরুল ইসলাম নিলয় নাফিসকে রাতে হত্যার হুমকি দেয়। ঐ হুমকির জের ধরে ২৭ শে জুলাই বুধবার রাত ১০ টার দিকে  তৌহিদ চেয়ারম্যান ও  নিলয়, নাফিজকে বেদম মারপিট করে। নাফিজকে হত্যা করার জন্য তার গলার অস্ত্র ঠেঁকায়, ইয়াবা ট্যাবলেট পকেটের দিয়ে ভিডিও করে। বিষয়টি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনকে অবহিত করলে তিনি দুটি টিম পাঠিয়ে নাফিসকে উদ্ধার করেন। পরবর্তীতে নাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতে তৌহিদ ও নিলয়কে গ্রেফতার করা হয়।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল