ঢাকা ১৫ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

সাম্যবাদী দলের নেতা কমরেড আফরোজ আলী আর নেই-বিভিন্ন মহলের শোক প্রকাশ

#

২৬ জুলাই, ২০২২,  9:17 AM

news image

বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী আর নেই। রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কমরেড আফরোজ আলী সাম্যবাদী দলের সিলেট জেলার ভারপাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন।


কমরেড আফরোজ আলীর সিলেটের প্রগতিশীল আন্দোলনের নিবেদিত একজন নেতা ছিলেন।  তাঁর নিজ এলাকায় তৃণমুল পর্যায়ে তিনি ছিলেন একজন জনবান্ধব নেতা।


বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ধীরেন সিং জানান, কমরেড আফরোজ আলীর নামাজে জানাজা  সোমবার (২৫ জুলাই) সিলেট জেলার তাজপুর-দয়ামীর এলাকার কাশিকাপন জামে মসজিদে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় ।নামাজে জানাজা শেষে তাঁর নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।


ধীরেন সিং জানান, মৃত্যুকালে কমরেড আফরোজ আলীর বয়স হয়েছিল ৭৫ বছর বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে যান।


আফরোজ আলীর মৃত্যুতে দিলীপ বড়ুয়ার শোক


বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলীর মৃত্যুতে বাংলাদেশে সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া গভীর শোক জানিয়েছেন।  


রোববার (২৪ জুলাই) এক শোক বার্তায় তিনি কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।  তিনি বলেন, কমরেড আফরোজ আলী সমাজ পরিবর্তনের লক্ষ্যে আজীবন ছুটে চলেছেন। তাঁর মৃত্যুতে দলের ও সিলেটবাসীর অনেক ক্ষতি হয়েছে।  


কমরেড আফরোজ আলীর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের শোক


সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার ভারপাপ্ত সম্পাদক কমরেড আফরোজ আলীর মৃত্যুতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


রোববার (২৪ জুলাই) এক যুক্ত বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কমরেড আফরোজ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ সিলেটে বিভাগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে গেছেন আজীবন। তার মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি।


এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাম্যবাদী দল জেলা সম্পাদক ধীরেন সিং, ঐক্য ন্যাপ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া, গণফোরাম জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খান, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমদ মিশু, জাসদ মহানগর সাধাধণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধাধণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক সুশান্ত সিনহা সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা এডভোকেট রণেন সরকার রনি, যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমান মিলন,হেলালুল করিম,সাংবাদিক হেলাল মাহমুদ,ইসলাম উদ্দীন পংকি মিয়া,আবদুস সহিদ নাননু ,দেলওয়ার মানিক,এমএ করিম জাহাংগীর,জাহাংগীর কবির,ওসমান গনি,সুহাস বডুয়া হাসি,বিশ্বজিত সাহা,নাসিম পারভীন পারু প্রমুখ।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল