ঢাকা ১১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
'দলীয় ক্ষমতার ছায়ায়' কুলাউড়ার ত্রাস উজ্জ্বল কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের ধূসর আম্পানের প্রকল্প পরিচালক রফিকুল হাসান দুদুকে মামলা থাকা সত্ত্বেও এখনো বহাল তবিয়তে দুদকের মামলার পরেও রেলের কর্মকর্তাদের পদোন্নতি অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে মাঠে নেই প্রার্থী, নৌকা পেতে ঢাকায় মনোনয়ন প্রত্যাশীরা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২০ নভেম্বর, ২০২১,  6:26 PM

news image


ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে যোগাযোগের জন্য অনেকেই ঢাকায় অবস্থান করবেন।


গত ১০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা হয়। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলার ২০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


২০ টি ইউনিয়নে প্রায় ১০০ জন নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে নিজেদের সমর্থন বেশি দেখানোর জন্য স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন।


ঢাকায় যাওয়া সদর উপজেলা ঢোলার হাট ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সীমান্ত কুমার বলেন শুক্রবার এলাকায় ফিরে এসেছেন। তিনি বলেন, আমি অনেকটাই সবুজ সংকেত এলাকায় এসেছি। আজ সকাল থেকে ভোটার ও নেতাকর্মীদের সাথে সাক্ষাত করছি। তবে আশা করছি কাল অনেক মনোনয়ন প্রত্যাশী চলে আসবে।


জানা গেছে, গত ইউপি নির্বাচনে দলের সিন্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। তারাসহ পরাজিত প্রার্থীরাও চেয়েছেন স্থানীয় মনোনয়ন।


ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশী বেশির ভাগই ঢাকায় অবস্থান করছেন শোনা যাচ্ছে বলে তিনি বলেন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান