বরুণ দেব তুষ্ট করতে বিজেপি বিধায়ক ও পৌর পিতা কে গায়ে গাদা মাখালেন ইউ পি র প্রমীলা বাহিনী
১৫ জুলাই, ২০২২, 4:18 PM

১৫ জুলাই, ২০২২, 4:18 PM

বরুণ দেব তুষ্ট করতে বিজেপি বিধায়ক ও পৌর পিতা কে গায়ে গাদা মাখালেন ইউ পি র প্রমীলা বাহিনী
দীর্ঘদিন ধরে খরা ও তিব্র তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দেখা নেই বৃষ্টির, এই কারণে ভগবান বরুণ দেব তুষ্ট করতে উত্তর প্রদেশের মহারাজগঞ্জ এর পিপরাদেওয়া এলাকায় স্হানীয় বিধায়ক ও পৌর পিতা কে কাদা ও জল দিয়ে বরণ করে নিলেন স্হানীয় প্রমীলা বাহিনী ও স্হানীয় মানুষজন। এমন ঘটনার সাক্ষী রইলেন ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ এর বিধায়ক ও বিজেপি নেতা জয় মঙ্গল কানোরিয়া। এবং স্থানীয় পৌর পিতা কৃষ্ণ গোপাল জয় সওয়াল। তারা স্হানীয় মানুষজন এর দাবি কে মেনে নিয়ে এবং ভগবান বরুণ দেবের কৃপা আনতে খুশি মনে কাদা ও জল মাখলেন। স্হানীয় মানুষজন তাদের দাবি এই রকম করলে ভগবান বরুণ দেব তুষ্ট হয়ে পৃথিবীর বুকে বৃষ্টি নামিয়ে দেন। বহু দিন ধরে বৃষ্টি ও জল দেখা না পাওয়াতে সনাতন ধর্মের প্রথা অনুযায়ী এই কাজ করেছেন বলে দাবি করেন স্হানীয় মানুষজন।