ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

মিঠাপুকুর জায়গীর স্কুল এন্ড কলেজ ২০০৫ ব্যাচের ঈদ পূনর্মিলনী

#

১৪ জুলাই, ২০২২,  12:59 PM

news image

রংপুর মিঠাপুকুর জায়গীর স্কুল এন্ড কলেজ ২০০৫ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মিলন মেলায় পরিণত হয়েছে। ২০০৫ এর ব্যাচের বন্ধু বান্ধবীরা (১২ই জুলাই) মঙ্গলবার জায়গীর হাট স্কুল এন্ড কলেজ মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠান হয়।


অনুষ্ঠানে মিঠাপুকুর জায়গীর স্কুল এন্ড কলেজের বিভিন্ন এলাকার ৮০ জন বন্ধু বান্ধবীরা অংশ নেয়। দুপুর ১২ টার দিকে কোরআন তেলওয়াত করে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরন করে ক্রেস্ট ও গিফট প্রদান করেন,পরিচয় পর্বের পরে ছাত্র ছাত্রীদের ক্রেস্ট প্রদান করে অতিথি বৃন্দ,এরপর সম্মানিত অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণমূলক বক্তব্য, মৃতদের স্মরণে নিরাবতা পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০০৫ এর ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।


জায়গীর স্কুল এন্ড কলেজ স্থাপিত ১৯৪৬ ইং, এসএসসি ব্যাচ ২০০৫ এর (২০২২) পূর্নমিলনীতে দীর্ঘ ১৭ বছর পর স্কুল জীবনের বন্ধু বান্ধবীদের কাছে পেয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করার সময় অনেকেই আবেগ আফ্লুত হয়ে পড়ে। অনেকেই ফিরে যান শৈশবের সেই স্কুল জীবনে। খোঁজ খবর নেন প্রিয় বন্ধু বান্ধবী ও তার পরিবারের। অনেকেই আবার সেলফি কিংবা ছবি তোলার মধ্য দিয়ে প্রিয় বন্ধুদের স্মৃতির এ্যালবামে সংরক্ষণের ব্যবস্থা করেন।


অনেকেই পরামর্শ দেন সংগঠনকে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় ইউনিট গঠন করার মাধ্যমে  বন্ধু বান্ধবীসহ দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম-অধ্যক্ষ জায়গীর স্কুল এন্ড কলেজ, সম্মানিত অতিথি ছিলেন, তোজাম্মেল হোসেন,সাবেক অধ্যক্ষ,নূর ইসলাম,আব্দুল ওহাব,মোশাররফ হোসেন,আশরাফ হোসেন মহি-উদ্দীন -সাবেক শিক্ষক জায়গীর স্কুল এন্ড কলেজ শাজাহান সিদ্দিকী,সালাউদ্দিন, দিজেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান শিক্ষক জায়গীর স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠান পরিচালনা করেন, আবদুল ওহাব সাবেক শিক্ষক জায়গীর স্কুল এন্ড কলেজ।


আরো উপস্থিত ছিলেন জায়গীর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য শাহারুল উদ্দীন, ২০০৫ সালের এর ব্যাচের ছাত্র ও আহবায়ক কমিটির আব্দুল-আল মামুন, মোকছেদুল ইসলাম, সবুজ সরকার,মেহেদী হাসান, মিনহাজুল ইসলাম মেরিন,মেহেদী হাসান লায়ন,পায়েল,রেজাউল করিম জয়,লিমন ইসলাম,কুদ্দুস আলী,পলাশ, রুমন,আজাদুল,আলামিন, নূর মোহাম্মদ, ফুয়াদ মন্ডল, সৈকত

ইসলাম,হাবিব,আলআমিন,রাকিব,আলামিন,বকুল,জামাদুল,কামরুজ্জামান,সোহান,শাকিল,পল্লব,কাইয়ুম প্রমূখ।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান