আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একতারা অঞ্চল তৃনমূল দলের পক্ষ ২১জুলাই ধর্মতলা চলোর ডাক
১১ জুলাই, ২০২২, 5:36 PM

১১ জুলাই, ২০২২, 5:36 PM

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একতারা অঞ্চল তৃনমূল দলের পক্ষ ২১জুলাই ধর্মতলা চলোর ডাক
অমর একুশে জুলাই শহীদ স্বরণে কলকাতার ধর্মতলা চলোর ডাক দিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের যুব সভাপতি ইমরান মোল্লা। তিনি আগত হাজার হাজার নেতা ও কর্মীদের নির্দেশ দেন সব বাধা বিপত্তি দূরে সরিয়ে আগামী ২১,শে, জুলাই পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে মান্য করে শহীদ স্বরণে কলকাতার ধর্মতলা চলো যাওয়ার অভিযান কে সফল করতে। সাথে সাথে পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভা র এম পি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা এবং পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকাত মোল্লার হাত কে শক্তিশালী করতে এগিয়ে আসার আহবান জানান। এই সভায় উপস্থিত থেকে ২১,শে, জুলাই কলকাতার রাজপথে জন জোয়ার তুলতে সকলের কাছে আবেদন রাখেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার। এই সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও সাবেক ব্লক সভাপতি সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি সেলের কনভেনার তৌফিক মোল্লা এবং তৃনমূল দলের অন্যতম নেতা ও মগরাহাট পশ্চিমের ব্লক সহসভাপতি মানবেন্দ্র মন্ডল ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিগ্যাল অথোরিটি সেলের সদস্য ডায়মন্ডহারবার আইনজীবী সেলের সদস্য মিকাইল মোল্লা। এবং তৃনমূল দলের অন্যতম একতারা অঞ্চল তৃনমূল দলের নেতা সঞ্জীব মন্ডল ও উস্হি তৃনমূল দলের অন্যতম নেতা জয়ন্ত মাইতি ও জাকির হোসেন মোল্লা এবং বরজান মোল্লা সহ অন্যান্য ব্লক ও অঞ্চল তৃনমূল দলের নেতৃত্ব।