শিবসেনার ধনুক শিব সৈনিকদের হাতে ছিল, ভবিষ্যতে থাকবে বলেন সেনাপ্রধান উদ্ভব ঠাকুরে
০৮ জুলাই, ২০২২, 7:48 PM

০৮ জুলাই, ২০২২, 7:48 PM

শিবসেনার ধনুক শিব সৈনিকদের হাতে ছিল, ভবিষ্যতে থাকবে বলেন সেনাপ্রধান উদ্ভব ঠাকুরে
চলতি সপ্তাহে মহারাষ্ট্রের ক্ষমতা হাতছাড়া হয়েছে তাতে ভ্রক্ষেপও নেই। এতটুকু বিচলিত হননি তিনি। তিনি আগামী দিনে শক্তিশালী হতে শিবসেনার দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন। আজ ভারতের মহারাষ্ট্র রাজ্যের বম্বে শহরের শিবসেনার সদর দপ্তরে মিডিয়া সামনে বক্তব্য রাখতে গিয়ে এমন কথা বলেছেন। তিনি বলেন যে সমস্ত মানুষ শিবসেনার উপর নির্ভর করে নির্বাচিত করেছিলেন দলের বিধায়কদের তারা অনেকেই শিবসেনা ত্যাগ করে এবং দলের সাথে বেইমানি করে চলে গেছেন। তাতে কিছু যায় আসে না। কিন্তু এখন যদি মহারাষ্ট্রে রাজ্যের নির্বাচন করা হয় তাহলে এই সব বেইমান বিধায়কদের সাধারণ মানুষের সাথে শিব সৈনিকরা দূরে ছুড়ে ফেলে দেবেন। তিনি দীর্ঘ আড়াই বছর ধরে মহারাষ্ট্রের মানুষের সেবা প্রদান করেছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবং মহারাষ্ট্রের ভয়াবহ বন্যার সময় নিজের জীবন কে বাজি রেখে বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ বিতরণ করেছেন এবং তাদের কে উদ্ধার করেছেন। তাদের শিব সৈনিকদের কাছে যা ঐতিহাসিক হয়ে থাকবে। তার কাজের ক্ষেত্রে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে তার জন্য মহারাষ্ট্রের মানুষের কাছে ও শিব সৈনিকদের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু ক্ষমতা লোভী দলছুট শিব সৈনিক বিধায়কদের কাছে নয়। আগামী দিনে লড়াই করার জন্য তৈরি থাকতে বলেন শিবসেনা দলের প্রধান শ্রী উদ্ভব ঠাকুরে।