ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বিশ্বনাথে ৭ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে জেলা পুলিশের ত্রাণ বিতরণ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

৩০ জুন, ২০২২,  8:20 PM

news image

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের  পক্ষ থেকে ৭ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার দৌলতপুর, দশঘর ও দেওকলস ইউনিয়নের বন্যার্তদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।


প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন, সিলেটের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, এডিশনাল ডিআইজি নুরুল ইসলাম, এসপি রেঞ্জ অফিস (মিডিয়া) জেদান আল মুসা, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার রাজিব দাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, থানার তদন্ত (ওসি) জাহিদুল ইসলাম।


ত্রাণ বিতরণকালে সিলেটের এডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, সিলেটের প্রতিটি থানা পুলিশ অতিরিক্ত মোবাইল টিমের মাধ্যমে নিজ নিজ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বন্যা শুরু হওয়ার পর থেকে বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে খাদ্য বিতরণে সহযোগিতা করে আসছে পুলিশ। তিনি বলেন, বন্যার পানি যতদিন থাকবে ততদিন পুলিশের এসব সেবা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।


ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, থানার এসআই মামুনুর রশিদ, এসআই সাইফুল মোল্লা, আজহারউল ইসলাম, জাকির হোসেন, কবির মিয়া, সদস্য রবিউল ইসলামসহ, চেয়ারম্যান মেম্বারবৃন্দরা ছিলেন।


বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিরা, ১ কেজি ডাল, ১ কেজি আলো, ১ কেজি পিয়াজ, ২ প্যাকেটজাতের বিস্কুট, ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান