ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ডাকাতির মালামাল নগদ টাকা সহ ৬ ডাকাত গ্রেফতার

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ জুন, ২০২২,  10:14 PM

news image

গত ৩০ মে ২০২২ ইং রাত অনুমান ২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মডেল থানাধীন ভরাডোবা উথুরা সড়কে নিজুরী সাকিনস্থ নাফকু ফার্মাসিটিক্যালস এর ২নং গেইটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একদল ডাকাত দুইটি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকার যোগে এসে ৭৫,০০০ (পচাত্তর হাজার) মুরগীর ডিম বহনকারী একটি পিক-আপ গাড়ীকে পথরোধ করে।পিক-আপ গাড়ীর চালক মোঃ মমিন, হেলপার মোঃ সুমন মিয়া (৩৩) ও ম্যানজার মোঃ সবুজ (৩০) কে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিক-আপ গাড়ী থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে অবরুদ্ধ করে রাখে। ডাকতরা ডিম ভর্তি পিক-আপটি চালিয়ে ঘটনাস্থলেরর অদূরে এমএস ইন্ডাস্ট্রি এর সাইনবোর্ড দেওয়ার একটি বদ্ধ  জায়গায় নিয়ে পিক-আপ থেকে ৭৫,০০০ (পচাত্তর হাজার) ডিম খালাস করে। ঘটনাস্থল হতে ৫/৭ কিঃ মিঃ দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খালি পিক-আপটি ফেলে রাখে। এতদসংক্রান্তে ভালুকা মডেল থানার মামলা নং-৪১, তারিখ-৩০/০৫/২০২২ ইং ধারা-৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হয়। মাননীয় পুলিশ সুপার,ময়মনসিংহের নির্দেশে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহে ন্যাস্ত হয়। জেলা গোয়েন্দা শাখার একটি টিম ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাতদল গ্রেফতার ও লুণ্ঠিত ৭৫,০০০ (পচাত্তর হাজার) ডিম এবং ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটর সাইকেল উদ্ধার অভিযানে নামে। ধারাবাহিক অভিযান পরিচালনাকালে ১০/০৬/২০২২ খ্রিঃ তারিখ ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করে ডাকাতদলের সদস্য ১। খোরশেদ হোসেন জুয়েল (৩৯), পিতা মৃত-ইসমাইল হোসাইন, মাতা মৃত-আনোয়ারা, সাং-ভরাডোবা বাগুনিপাড়া, থানা-ভালুকা, ২। মোঃ আবু রায়হান (২২), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা- মোছাঃ রাহিমা খাতুন, সাং-গোপালপুর (কাশিগঞ্জ বাজার), থানা-ত্রিশাল, ৩। মোঃ এনামুল হক প্রভাত (২৩), পিতা-মোঃ সুলতান আহম্মেদ, মাতা-জোসনারা বেগম, সাং-গুজিয়াম কাঁঠালিবন্দ বকুল তলা মোড়, থানা-ত্রিশাল, ৪। সুমন (২০), পিতা-আসাদুল ওরফে আরশাদ, মাতা-মোছাঃ জোবেদা খাতুন, সাং-ভরাডোবা প্যাট্রিয়েট মিলের বিপরীত পাশে, থানা-ভালুকা, ৫। মোঃ সোহাগ আলী (৩০), পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ ফজিলাতুন্নেছা, সাং-অলহরি ইজারবন্দ, থানা-ত্রিশাল,  ৬। আঃ সামাদ (৩১), পিতা মৃত-জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-ভরাডোবা পাঠানবাড়ী, থানা-ভালুকা, সর্ব  জেলা-ময়মনসিংহদের আটক করা হয়। আসামিদের দেওয়া তথ্য মতে ও আসামিদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, লুণ্ঠিত ডিম বহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত পিক-আপ এবং লুণ্ঠিত ডিম বিক্রয়লব্ধ নগদ ১,১২,০০০/-টাকা উদ্ধার করা হয়। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনা সর্ম্পকে সবিস্তারে তথ্য প্রদান করে। আসামিরা গত ২৯/০৫/২০২২ তারিখ ভালুকা মডেল থানাধীন ভরাডোবা বাজারে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করে।পরিকল্পিতভাবে আটককৃত আসামি সামাদ এর তত্বাবধানে থাকা প্রাইভেটকারটি ভাড়া করে আসামি মোঃ সুমন চালক হিসেবে গাড়ীটি চালিয়ে ত্রিশাল থানাধীন সাইনবোর্ড হতে আসামি আবু রায়হানকে, ত্রিশাল মাদানী সিএনজি স্টেশন হতে আসামী এনামুল সহ অন্যান্য পলাতক আসামিদের তুলে ৩০/০৫/২০২২ তারিখ রাত অনুমান ২ ঘটিকার সময় অত্র মামলার ঘটনাস্থলে পৌছে গ্রেফতারকৃত আসামি জুয়েল, এনামুল, সোহাগ ও অন্যান্য পলাতক আসামিদের সহায়তায় অত্র মামলার ডাকাতির ঘটনাটি সংঘটিত করে। পরবর্তীতে আসামি সোহাগ উদ্ধারকৃত পিক-আপ গাড়িটি ব্যবহার করে লুন্ঠিত ডিমের মধ্য হতে ৩৭,০০০(সাইত্রিশ হাজার) ডিম বহন করিয়া নিয়া গাজীপুর চৌরাস্তা কাঁচা বাজারে বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে তন্মধ্যে আসামি ১। খোরশেদ হোসেন জুয়েল (৩৯), ২। মোঃ আবু রায়হান (২২), ৩। মোঃ এনামুল হক প্রভাত (২৩), , ৪। সুমন (২০), ৫। মোঃ সোহাগ আলী (৩০) এবং সাক্ষী হাজী আব্দুল কাইয়ুম (৬৭) ও আব্দুল কাদির (২৫) স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। লুণ্ঠিত অবশিষ্ট ডিম, ডাকাতি কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র, ডাকাতির সংগে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। মামলাটি তদন্তাধীন।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান