ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে ৭২টি ওয়ার্ডের যুবলীগের সম্মেলন সম্পূর্ণ

#

১১ জুন, ২০২২,  4:37 PM

news image

রাজশাহীর তানোর উপজেলার ৭ টি ইউপি ও ২ টি পৌর সভার ৮১ টি ওয়ার্ডের মধ্যে ৭২ টি ওয়ার্ডের সম্মেলন সম্পূর্ন হয়েছে। 


শুক্রবার বিকালে কামকরগাঁ ইউপির ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের সম্মেলন সম্পূর্ন হওয়ার মধ্য দিয়ে ৭ টি ইউপি ৬৩ টি ওয়ার্ড ও ২ টি পৌর সভার মধ্যে মুন্ডমালা পৌর সভার ৯ টি ওয়ার্ডসহ মোট ৭২ টি ওয়ার্ড যুবলীগের সম্মেলন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে। 


তানোর পৌর সভা ৯ টি ওয়ার্ডের সম্মেলন বাকি রয়েছে আগামীতে এই ৯ টি ওয়ার্ডের সম্মেলন সম্পূর্ণ হলে উপজেলার ৭ ইউপি ও ২ টি পৌর সভার সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পরই অনুষ্ঠিত হবে তানোর উপজেলা যুবলীগের সম্মেলন। 


দলীয় নেতা-কর্মি ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে গত এপ্রিল মাস থেকে ওয়ার্ড যুবলীগের সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।


তানোর উপজেলা যুবলীগ সফল সভাপতি তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রতিটি ওয়ার্ড সম্মেরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন করেছেন। 


সংশ্লিষ্ট ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মি ও সমর্থকদের মতামতের ভিত্তিতে তিনি যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং যাক-জমক ভাবে ওয়ার্ড যুবলীগের সম্মেলন করতে সফল হয়েছেন। 


যুবলীগ নেতা-কর্মি ও সমর্থকরা বলছেন, গত জাতীয সংসদ নির্বাচনে আ' লীগের চেয়ে ময়নার নেতৃত্বের যুবলীগ ব্যাপক ভুমিকা রেখেছিলো। 


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে আরো গতিশীল ও শক্তি শালী করতেই প্রতিটি ওয়ার্ড যুবলীগ সম্মেলন সম্পূর্ণ করা হয়েছে। 


আ' লীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা বলছেন, তানোরের রাজনীতিতে ময়নার বিকল্প নেই, আ' লীগের দুর্দিনে তানোরের প্রতিটি সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকদের আগলে রেখেছেন তিনি। 


আগামীতে তার সফলতা কামনা করে নেতা-কর্মি ও সমর্থকরা বলেন, আগামী ১৬ জুন আ' লীগের সম্মেলনে তাকে আ' লীগ সভাপতি মনোনিত করার দাবি জানিয়েছেন নেতা-কর্মিরা।


তারা বলেন, দীর্ঘদিন ময়না যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনে সফল হয়েছেন। ময়না একজন দায়িত্ববান ও নিষ্ঠাবান রাজনীতি বিদ। উপজেলা আ' লীগের রাজনীতিতে ময়নার কোন বিকল্প নাই।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান