ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বিশ্বনাথে বেপরোয়া গতির বাসের ধাক্ষায় নিহত ১ আহত ১০ : ৭টি যানবাহন ভাংচুর

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৭ জুন, ২০২২,  10:10 PM

news image

সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বেপরোয়া গতির বাসের (সিলেট-জ ১১-০৩৩৮) ধাক্ষায় ১ নিহত ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বিশ্বনাথগামী ওই বাসটির ধাক্কার সিলেটগামী গ্যাসের সিলিন্ডার বুজাইকৃত ১টি পিকআপ (ঢাকা মেট্টো-ঠ ১৪-০১৮৫), ৪টি অটোরিক্সা (সিএনজি) ও ৩টি ব্যাটারী চালিত টমটম ভাংচুর হয়েছে। ঘটনার সাথে সাথেই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দূর্ঘটনার পর স্থানীয় জনতা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। এসময় গূরুত্বর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যান।


এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত পথচারী মোহাম্মদ আলী (৪২) মৃত্যুবরণ করেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর পুত্র।


জানা গেছে, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার পথিমধ্যে বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আলী।

বেপরোয়া গতির বাসের ধাক্কার আহতরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র টমটম চালক মাহবুব আলম (৪২), টমটমের যাত্রী সুলতানা বেগম (৩৫), উপজেলার দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র পিকআপ চালক সুহেল আহমদ (৪০), দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের কিতাব আলীর পুত্র অটোরিক্সা (সিএনজি)’র যাত্রী সাজ্জাদুর রহমান (২৫), পথচারী সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান আহমদ (২৫) ও অজ্ঞাতনামা ব্যক্তিসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এরমধ্যে ২-৩ জনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।


এঘটনায় বেপরোয়া গতির বাস এবং ক্ষতিগ্রস্থ পিকআপ ও ১টি টমটম জব্দ করে থানা পুলিশের হেফাজতে নেওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, দূর্ঘটনায় মোহাম্মদ আলী নামের ১ জন মারা গেছেন। আরো বেশ কয়েক জন আহত হয়েছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান