উজিরপুর দ্বীপ্ত হত্যার প্রতিবাদে হারতা সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
তালহা জাহিদ, বরিশালঃ
০২ জুন, ২০২২, 6:10 PM

তালহা জাহিদ, বরিশালঃ
০২ জুন, ২০২২, 6:10 PM

উজিরপুর দ্বীপ্ত হত্যার প্রতিবাদে হারতা সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন সম্প্রতি তয় শ্রেণীর ছাত্র দ্বীপ্ত মন্ডল (৮)'র নিঃসংশ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে আজ ২ জুন বৃহস্পতিবার বেলা ৩টায় হারতা বাজারে সকল প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে মানববন্ধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, ইউপি সদস্য কৃষ্ণ বাড়ৈ, ১৩নং কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আসাদুল হক বাচ্চু, কাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাকর মন্ডল, হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ, মধ্য হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত কুমার রায়, সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পান্ডে, শিক্ষক মন্ডলীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিপুল দাস, আব্দুস সালাম হোসেন, মোঃ শামীম হোসেন, মহানন্দ নাটুয়া। '
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাজারের ব্যাবসায়ী, স্থানীজন সাংবাদিকবৃন্দ' সহ প্রমুখ।
এসময়ে উপস্থিত সকলে এই নিঃসংশ ও ঘৃণিত হত্যাকান্ডের তিব্র নিন্দা প্রকাশ করে, জড়িতদের কঠোর থেকে কঠোর ফাঁসি শাস্তির দাবি করেন।'