ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে পীর ইয়াসিনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

#

১৮ নভেম্বর, ২০২১,  4:55 PM

news image

রাজশাহীর তানোর পৌর এলাকার শিতলীপাড়া গ্রামে খানকা পীর ইয়াসিনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে তার সাবেক স্ত্রী কুমকুম বেগম তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া শিতলীপাড়া গ্রামের কাওসার আলীসহ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ ইউএনও বরাবর দাখিল করেছেন। 

অভিযোগ সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে শিতলীপাড়ায় খানকা পীর ইয়াসিন আলী নারী-পুরুষ নিয়ে উচ্চস্বরে গভীর রাত পর্যন্ত জিকির, ওরশ ও গানবাজনা করে। যা গ্রামের লোকজনের বাধা প্রধান করে। গাজাসহ বিভিন্ন নেশা-ভান করে বলে গ্রামবাসী একাধিকবার নিষেধ করলেও পীর ইয়াসিন তা শুনেন না। পক্ষান্তরে গালিগালাজ করে বলে অভিযোগে জানা যায়।

এ নিয়ে ইয়াসিনের সাবেক স্ত্রী কুমকুম বেগম বলেন, ‘ বিভিন্ন মহিলা ও পুরুষ নিয়ে খানকায় আসর বসে মধ্যরাত পর্যন্ত। অনেকের সাথে আমার স্বামীর অবৈধ্য সম্পর্ক রয়েছে। আমি দেখে ফেললে ও প্রতিবাদ করলে আমাকে ও আমার কলেজ পড়–য়া মেয়েকে মারধর করে। অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডির্ভোস দিয়েছি। কিন্তু আমার নামে যে বাড়ী আছে তা পীর ইয়াসিন দিচ্ছে না। আমার বাড়িতে গেলে আমাকে ও আমার মেয়েকে ইয়াসিনসহ তার মহিলা-পুরুষ সাগরেত মারধর করে। পরে শিতলীপাড়ার সব লোকজন এগিয়ে এলে ভয়ে ৯৯৯ ইয়াসিন রিং দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। ইয়াসিন একটি নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার নিয়ে বে-সরকারি সংস্থা ‘রুলফাও’ এনজিওতে সমন্বয়ক হিসেবে কাজ করে। তারপরও আমাকে ও আমার মেয়েকে নির্যাতন করে চলছে!’

পীর ইয়াসিনের সকল অভিযোগ অস্বিকার করে বলেন, আমার সাবেক স্ত্রী আমার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করছে। পাড়ার লোকজনকে উসকে দিচ্ছে। আমার সুনাম নষ্ট করছে। তার নামে বাড়ী নেই। জায়গা আছে। সে বাড়ির ভোগ দখল করতে চায়। আমি এ নিয়ে  আদালতে মামলা করেছি। মামলার মাধ্যমে তাকে সমুচিত  জবাব দেয়া হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান