বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি তোফায়েল,সাধারণ সম্পাদক নয়ন
আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ
৩০ মে, ২০২২, 7:28 PM

আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, জামালগঞ্জ প্রতিনিধিঃ
৩০ মে, ২০২২, 7:28 PM

বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি তোফায়েল,সাধারণ সম্পাদক নয়ন
বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC’র জামালগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটির বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালগঞ্জ উপজেলা শাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ১৬ নভেম্বর ২০০০ইং সালে জেনেভায় অনুষ্ঠিত ১৯৯৬/৩১নং অধিবেশনে বাংলাদেশ মানবাধিকার
কমিশন-BHRC আনুষ্ঠানিক অনুমোদন ও নিবন্ধন লাভ করে। BHRCর বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলার সভাপতি সেলিনা বেগম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জামালগঞ্জ থানা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি
আগামী ২৬ মে ২০২৪ইং পর্যন্ত মেয়াদে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের এক পত্রে স্বাক্ষর করে এ কমিটি অনুমোদন দিয়েছেন। সভাপতি- তোফায়েল আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ নয়ন মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি তাহমিনা বেগম,রেজওয়ান আহমদ চৌধুরী,রাকেশ তালুকদার,মােঃ মনিরুাজ্জামান
মােঃ মিজানুর রহমান,মনসুর রহমান তালুকদার
মােঃ পলাশ মিয়া,মােঃ ইবাদুর রহমান। সহ সাধারণ সম্পাদক মােঃ মাহফুজ আলম,আবু তালহা,হৃদয় রায়,জোৎস্মা বেগম। সহ সাংগঠনিক সম্পাদক মােঃ সাইফুর রহমান,
বাহাউদ্দিন সুজন, মােছা: রােজিনা আক্তার।
অর্থ সম্পাদক আনােয়ার হােসেন,সহ অর্থ সম্পাদক তােফাজ্জল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, আইন বিষয়ক সম্পাদক সুকান্ত তালুকদার,সহ আইন বিষয়ক সম্পাদক নাজির আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মােছা:রাবেকা সুলতানা।
সহ মহিলা বিষয়ক সম্পাদক মােছা: নুরুন নাহার বেগম,আন্তর্জাতিক সম্পাদক মােঃ হুমায়ুন রশীদ,সহ আন্তর্জাতিক সম্পাদক মােঃ আলমগীর মিয়া।সমাজ ও কল্যাণ বিষয়ক সম্পাদক গােপন কুমার দাস, সহ সমাজ ও কল্যাণ বিষয়ক সম্পাদক মাে: ছালেহ আহমদ। দপ্তর সম্পাদক মােঃ গােলাম রব্বানী,সহ দপ্তর সম্পাদক খাদিজা আক্তার। কমিটির সদস্যরা হলেন মাে: আলী আকবর,মােছা: বিলকিস আক্তার,মােছা: জাছমিনা বেগম,শরীফ হোসেন
মােছা: শাপলা বেগম,মােছা: নুরজাহান বেগম ও
শাহীনা আক্তার।
পত্রে উল্লেখ করেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্বাস করে জামালগঞ্জ উপজেলা শাখার মাধ্যমে এ অঞ্চলের অসহায় ও নির্যাতিত নারী, পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে এবং মানবধিকার লংঘন জনিত যে কোন কর্মকাণ্ড প্রতিরোধে অনুমোদিত কমিটি প্রতিবাদী ভুমিকা পালন করাসহ-১০জানুয়ারী BHRC’র প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠানের জন্ম বার্ষিকী, বিভিন্ন আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস গুলো স্থানীয়ভাবে যথাযথ মর্যাদায়-BHRC অনুমোদিত উপজেলা শাখা পালন করবে।