ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

জনস্বার্থে কাজ করছে ইউপি সদস্য মোঃ নুর আলম

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  8:10 PM

news image

সাংবাদিক রাশেদুল ইসলাম 

নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ অবস্থিত ৯নং ওয়ার্ড,  অধিকাংশ জমি নদীতে বিলীন হলেও,  বর্তমান জায়গায় গুলোর রাস্তা সংস্কারের দ্বায়িত্ব হাতে নিয়েছেন ইউপি সদস্য মোঃ নুর আলম।


এর মধ্যে তার ওয়ার্ডের  নুর আলম মার্কেটের পশ্চিম পাশের  রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষ।  এবং যেগুলা জনগণের জন্য প্রযোজ্য সেই রাস্তা গুলা পুনোরায় সংস্কারের ও দ্বায়িত্ব হাতে নিবে বলে আমাদের কে জানিয়েছেন।


স্থানীয়রা বলেন - আগে যে রাস্তা ছিলো তা বৃষ্টির পানির কারণে জমিনের সাথে মিশে যাওয়া উপদ্রব  দেখা দিত, তার মাঝে আমাদের মেম্বার ,  তা পুনোরায় সংস্কারের  জন্য উদ্যোগ গ্রহন করেন এবং তা বাস্তবায়ন করেন। এতে আমরা খুশি,   এবং কৃতজ্ঞত


ইউপি সদস্য নুর আলম জনান- এর আগে রাস্তা খুব নিচু ছিলো, একটু বেশি বৃষ্টি হলে পানিতে ডুবে যেত, হাঁটা চলা, এবং ছোট ছোট ছেলে মেয়েরা কাদার কারণে বিদ্যাপীঠে যেতে পারতো না,তা আমি অনেক দিন নিজের চোখে দেখছি আমার এলাকায় প্রায়  ৮০ পরিবার কৃষি শিল্পের সাথে জড়িত, প্রতিবছর প্রায় সিম, পেঁপে, কলা, করলা,কুমড়া,লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি,  ফসল ফলে  আমার এলাকায় , ভালো রাস্তা না থাকার কারণে তারা  সহজে বাজারজাত করতে পারে না, আর বাজারে নেওয়া জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হতো, কারণ রাস্তার আবস্থা খারাপ ছিলো। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট অনুযায়ী আমার ওয়ার্ডের জনগণের জন্য এই রাস্তা পুনোরায় সংস্কারের দ্বায়িত্ব নিয় এবং তা অল্প কয়েক দিনের মধ্যে  বাস্তবায়ন করি।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান