জামালগঞ্জে মাদকবিরোধী বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২২, 7:17 PM

২৫ মে, ২০২২, 7:17 PM

জামালগঞ্জে মাদকবিরোধী বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী বক্তব্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাল্লাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমী আক্তার এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক, সাজেদুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত,।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহরিয়া নাদিম,গীতাপাঠ করেন মিতা দাশ মিতু।
এসময় মাধ্যমিক পর্যায়ে বক্তব্য প্রতিযোগিতায়
প্রথম স্হান অধিকার করেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিশকাতুল আদিবা, দ্বিতীয় হয়েছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সূচনা রানী তালুকদার এবং
তৃতীয় হয়েছে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাওহিদা তাবাসসুম।
এসময় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে জামালগঞ্জ কলেজের শিক্ষার্থী শাহানা আক্তার, দ্বিতীয় হয়েছে সাদিকুর রহমান তৃতীয় হয়েছে অর্পা পুরকায়স্থ।
বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।