ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বাংলাদেশ থেকে রপ্তানি করে ফেরার পথে ৬,কোটি, টাকার সোনা উদ্ধার ভারত ও বাংলাদেশ বেনাপোল চেকিং পোস্টে।

#

২৪ মে, ২০২২,  8:25 PM

news image

ভারতের রাজস্থানের একটি পণ্যবাহী গাড়ি ভারত থেকে আমদানি করা পন্য বাংলাদেশের রপ্তানি করা সামগ্রী নামিয়ে দিয়ে ফেরার পথে ভারতের বেনাপোল চেকিং পোস্টে ছয় কোটি টাকার সোনা সহ ধরা পড়ল এক ট্রাক ড্রাইভার। 

বি এস এফের সাউথ বেঙ্গল রেজিমেন্টের ১৭৯,নম্বার, ব্যাটেলিয়ন এর কাছে আগাম খবর ছিল যে ভারত থেকে রাজস্থানের একটি ট্রাক রপ্তানি করা সামগ্রী নামিয়ে দিয়ে ঐ ট্রাক ড্রাইভার প্রায় ৭০,টি, সোনার বিস্কুট ও ৩টি, সোনার বার নিয়ে ভারতের বেনাপোল চেকিং পোস্ট দিয়ে বনগাঁ ও চাকদহ দিকে রওনা হয়েছে। সেই খবর পেয়ে ভারতের বেনাপোল চেকিং পোস্টে বি এস এফের সাউথ বেঙ্গল রেজিমেন্টের ডি আই জি শ্রী সুরজিৎ সিঙ গুলেরিয়া বিশাল বাহিনী নিয়ে বেনাপোল চেকিং পোস্টে চেকিং শুরু করে। একের পর এক যখন চেকিং চলছে ঠিক সেই সময় একটি ট্রাক ড্রাইভার কে চ্যালেঞ্জ করে বি এস এফের জওয়ানরা, তখন ঐ ট্রাক ড্রাইভার কাথা এড়িয়ে যায় তখন তার ট্রাক তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে শেষে ড্রাইভারের সীটের পিছন থেকে একটি কালো পলি ব্যাগের মধ্যে রাখা পাওয়া যায় মোট ৭০,টি, সোনার বিস্কুট ও ৩,টি, সোনার বার, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। এই সোনার বার ও বিস্কুট পৌঁছে দেওয়া র জন্য ট্রাকের ড্রাইভার বনগাঁর জয়পুরের বাসিন্দা রাজ মন্ডল কে দেয় বাংলাদেশের নাগরিক সাহাবুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি। এই সোনার বার ও বিস্কুট পৌঁছে দেওয়ার কথা ছিল বনগাঁ চাকদহ শেফালী ট্রাক ট্রামিনালে, ওখান থেকে বনগাঁ র বাসিন্দা পিন্টু কে দিয়ে দেবার কথা ছিল। তার আগেই ধরা পড়ে যায়। এর আগে ভারতের বেনাপোল চেকিং পোস্টে এবং কলাবেরা এবং হাকিমপুর বডার থেকে বহু বাংলাদেশের পন্য এবং দামি মালপত্র এবং সোনাদানা উদ্ধার করে। আজও তার অন্যথা হয়নি। ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কড়া নজরদারি চালাচ্ছে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা।।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান