ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
গাবতলী'র বস্তিতে আগুনে পুড়ে যাওয়া হতদরিদ্রদের মাঝে ইফতার মাহফিল ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত জুড়ীতে আমার দেশ পত্রিকার নাম ভাঙ্গিয়ে এক প্রতারকের চাঁদাবাজির অভিযোগ ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা জালাল আহমেদ বহাল তবিয়তে `ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭' এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা ম্যাচের আগে আইসিসির ক্যামেরার সামনে যা বললেন মিরাজ যুব উন্নয়নে রাজ্জাক-আনিসুলের শক্তিশালী সিন্ডিকেট

বাংলাদেশ থেকে রপ্তানি করে ফেরার পথে ৬,কোটি, টাকার সোনা উদ্ধার ভারত ও বাংলাদেশ বেনাপোল চেকিং পোস্টে।

#

২৪ মে, ২০২২,  8:25 PM

news image

ভারতের রাজস্থানের একটি পণ্যবাহী গাড়ি ভারত থেকে আমদানি করা পন্য বাংলাদেশের রপ্তানি করা সামগ্রী নামিয়ে দিয়ে ফেরার পথে ভারতের বেনাপোল চেকিং পোস্টে ছয় কোটি টাকার সোনা সহ ধরা পড়ল এক ট্রাক ড্রাইভার। 

বি এস এফের সাউথ বেঙ্গল রেজিমেন্টের ১৭৯,নম্বার, ব্যাটেলিয়ন এর কাছে আগাম খবর ছিল যে ভারত থেকে রাজস্থানের একটি ট্রাক রপ্তানি করা সামগ্রী নামিয়ে দিয়ে ঐ ট্রাক ড্রাইভার প্রায় ৭০,টি, সোনার বিস্কুট ও ৩টি, সোনার বার নিয়ে ভারতের বেনাপোল চেকিং পোস্ট দিয়ে বনগাঁ ও চাকদহ দিকে রওনা হয়েছে। সেই খবর পেয়ে ভারতের বেনাপোল চেকিং পোস্টে বি এস এফের সাউথ বেঙ্গল রেজিমেন্টের ডি আই জি শ্রী সুরজিৎ সিঙ গুলেরিয়া বিশাল বাহিনী নিয়ে বেনাপোল চেকিং পোস্টে চেকিং শুরু করে। একের পর এক যখন চেকিং চলছে ঠিক সেই সময় একটি ট্রাক ড্রাইভার কে চ্যালেঞ্জ করে বি এস এফের জওয়ানরা, তখন ঐ ট্রাক ড্রাইভার কাথা এড়িয়ে যায় তখন তার ট্রাক তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে শেষে ড্রাইভারের সীটের পিছন থেকে একটি কালো পলি ব্যাগের মধ্যে রাখা পাওয়া যায় মোট ৭০,টি, সোনার বিস্কুট ও ৩,টি, সোনার বার, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। এই সোনার বার ও বিস্কুট পৌঁছে দেওয়া র জন্য ট্রাকের ড্রাইভার বনগাঁর জয়পুরের বাসিন্দা রাজ মন্ডল কে দেয় বাংলাদেশের নাগরিক সাহাবুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি। এই সোনার বার ও বিস্কুট পৌঁছে দেওয়ার কথা ছিল বনগাঁ চাকদহ শেফালী ট্রাক ট্রামিনালে, ওখান থেকে বনগাঁ র বাসিন্দা পিন্টু কে দিয়ে দেবার কথা ছিল। তার আগেই ধরা পড়ে যায়। এর আগে ভারতের বেনাপোল চেকিং পোস্টে এবং কলাবেরা এবং হাকিমপুর বডার থেকে বহু বাংলাদেশের পন্য এবং দামি মালপত্র এবং সোনাদানা উদ্ধার করে। আজও তার অন্যথা হয়নি। ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কড়া নজরদারি চালাচ্ছে দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা।।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল