ঢাকা ৩১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আজিমপুর গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপ- সহকারী প্রকৌশলী তুষার আলমের দুর্নীতির আমলনামা ভয়ংকর! অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে

পর্যটনকেন্দ্র বারেক টিলায় হাতির আগমনে আতংকে সীমান্তবাসী

#

১৮ নভেম্বর, ২০২১,  1:03 PM

news image


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেক টিলায়‘গত’বছরের মত এ বছরেও বন্য হাতি অবস্থান করেছে।এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে বারেক টিলার আশেপাশে বসবাসরত মানুষের মধ্যে অতঙ্ক বিরাজ করছে।বন্য হাতি দেখতে বারেক টিলায় উপচেপড়া ভিড় করছে উৎসুক জনতা। 

জানাগেছে,ভারত সীমান্তরেখা অতিক্রম করে যাদুকাটা নদী হয়ে চারটি বন্য‘হাতি’ বারেক টিলার অবস্থান করছে।

স্থানীয়রা জানান,বারেকটিলায় এসে আরশাদ ফকিরের আলু খেত ও শামছু মিয়ার ধানের জমির সামান্য ক্ষতি করলেও কোন রকম হতাহতের খবর পাওয়া যায় নি।এ খবর পেয়ে বিজিবি,পুলিশ ঘটনাস্থলে আসে।

‘উত্তর বড়দল ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য মহিলা (মেম্বার) সুষমা জাম্বিল বলেন,আমি বন্য হাতি আগমনের খবর শুনেছি।যাদুকাটা নদী হয়ে বারেক টিলা সংলগ্ন ধানক্ষেতে দিয়ে টিলার জঙ্গলে অবস্থান করেছে।’    

‘তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,বারেক টিলায় হাতি আগমনের কথা শুনে সেখানে তাৎক্ষণিক ভাবে পুলিশ-বিজিবি সদস্য মুতায়েম করা হয়েছে।আমি নিজেও সেখানকার অধিবাসীদের খবর নিয়েছি।রাতে বেলায় মশাল জ্বালানোর নির্দেশ দিয়েছি।আমি আশা করি বন্য হাতিগুলো আপন গতিতে তাদের নিজ দেশে ফিরে যাবে।,  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) হাতির আগমনের তথ্য নিশ্চিত করে বলেন,পর্যটনকেন্দ্র বারেক টিলায় চারটি বন্য হাতির আগমন ঘটেছে এ খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।রাতে পুলিশ মশাল জ্বালিয়ে রেখেছে।তিনি আরো বলেন-সেখানের পরিবেশ শান্ত ও সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ মাইকিং করেছে এখনো পর্যন্ত কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। 

‘উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির জানান,আমি হাতির আগমনের খবর শুনে জেলা প্রশাসক সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। তিনি  আরো বলেন,সেখানে পুলিশ ও বিজিবি অবস্থান করছে।কেই যাতে করে আগত হাতি গুলোকে বিরক্ত না করে নির্দেশ দেওয়া হয়েছে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল