শেয়ার বাজারে ব্যাপক পরিবর্তন একদিনে ৫০,হাজার, কোটি লস শিল্পপতি গৌতম আদানির
১৭ মে, ২০২২, 4:36 PM

১৭ মে, ২০২২, 4:36 PM

শেয়ার বাজারে ব্যাপক পরিবর্তন একদিনে ৫০,হাজার, কোটি লস শিল্পপতি গৌতম আদানির
এশিয়ার বৃহত্তম শিল্পপতি ও পৃথিবীর পঞ্চম ধোনি ব্যাক্তি ভারতের আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানি চলতি সপ্তাহে শেয়ার বাজারের পত্তন হতে, এক ধাক্কায় প্রায় ৫০,হাজার, কোটি টাকা লস হয়েছে। সেই সাথে বিশ্বের পঞ্চম স্থান থেকে নেমে ছয় নম্বর স্হানে পৌঁছে গেছে। তার শেয়ারের ব্যাপক পত্তনের ফলে এমন ঘটনা ঘটেছে। তার আদানি পাওয়ার এবং আদানি মেটল গ্যাস সহ বিভিন্ন শেয়ার ব্যাপক ধস নেমেছে। এশিয়ায় বৃহত্তম শিল্পগোষ্ঠী গুলির মধ্যে আদানি গোষ্ঠীর নাম জগৎ বিখ্যাত।বর্তমানে বিশ্বের বাজারে ব্যাপক পত্তন এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু এবং আমেরিকার রিপো রেটিং কমিয়ে দেওয়া এবং অপরিশোধিত কাচা তেলের যোগানে ঘাটতি কারণে এই বিশ্ব বাজারে ব্যাপক পত্তন সৃষ্টি হয়েছে। তবে কবে বাজার ঘুরে দাড়াতে পারে তার দিকে শেয়ার কারবারিরা তাকিয়ে আছে।