ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নাগরিক সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত খায়রুল আলম রফিক

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ মে, ২০২২,  5:59 PM

news image

সাংবাদিকতার শুরুতে ময়মনসিংহ অঞ্চলে মূলধারার সংবাদপত্রের সংবাদ উৎসের শূন্যতা পূরণে সহায়ক হিসেবে ভূমিকা রাখেন মোঃ খায়রুল আলম রফিক।

২০১০ ইং সালের আগে প্রিন্ট পত্রিকার ব্যাপক প্রভাব । সাংবাদিকতার শুরু থেকেই পরিশ্রমি একটু চঞ্চল স্বভাবের । এ অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সরেজমিন গিয়ে ছবি তুলে পত্রিকা জমা দেয়ার পরদিন প্রকাশ সংবাদ হতো সচিত্র প্রতিবেদন । দীর্ঘ সময় অর্থাৎ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর শেষ করে হাতে আসে ছাপানো অক্ষরের পত্রিকা । ভুল হলে সংশোধনেও অপেক্ষা পরদিন । এএক বিড়ম্বনা । 

এরই মাঝে এসে গেল অনলাইন পত্রিকা আর ফেসবুক । এবার আর পায় কে ? সংবাদ সূত্রে যেখানে যাওয়া সেখান থেকেই সংবাদ পরিবেশন । মানুষের চোখের সাইনে তাৎক্ষনিক সেই সংবাদ প্রদর্শণ ।

ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে খায়রুল আলম রফিককে সবাই চেনেন জানেন, দয়ালু মানুষ হিসাবে । মানুষের দু:খ, দুর্দশা, অসুস্থতা আরো কতো ঘটনায় সাংবাদিকতার পাশাপাশি মানবিক কাজেও উজ্জল দৃষ্টান্ত । সাংবাদিক সংগঠক হিসাবেও সারাদেশে মফস্বল সাংবাদিকদের নেতৃত্বে অবদানের কথা সহকর্মীরা স্বীকার করে প্রশংসা করেন । নাগরিক সাংবাদিক হিসাবে যেমনি  নিরপেক্ষ আবার সত্যের পক্ষে অবিচল দৃঢ় প্রতিজ্ঞ। তার সংবাদ স্থানীয় মানুষকে সচেতন করে তোলে আবার সরকারের সহযোগীতায় আসে ।  

নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিকের সংবাদগুলো জনপ্রিয় অনলাইন পোর্টাল বিডি ২৪ লাইভ,জাতীয়  দৈনিক আমাদের কন্ঠ,ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে পাওয়ায় যায় । পাঠকরা তার লেখা প্রতিবেদন, ছবি ও ভিডিওতে মন্তব্য করেন। দিকনির্দেশনা দেন ।

পাঠকরা তার লেখা প্রতিবেদনে আরো তথ্য সমৃক্ত করে । তারই লেখা মূল ধারার সংবাদকর্মীরা অফিসে বসেই সংগ্রহ করেন । পত্রিকায় প্রকাশ করেন ।

নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক ঘটনাস্থলে গিয়ে সঠিক সংবাদ ছবি অনলাইন, মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে ময়মনসিংহ অঞ্চলের আইনশৃংখলার উন্নয়নে প্রশাসনের সহায়ক বলেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক , অর্থনৈতিক, সামাজিকসহ প্রতিটি ক্ষেত্রেই বিচরণ তার।নাগরিক সাংবাদিকতার অনুকরণীয় অনুসরনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় ১৯৮২ সালে জন্মগ্রহন করা ময়মনসিংহের ত্রিশালে স্থায়ীভাবে বসবাসকারী সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান