ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

আদর স্নেহ দিয়ে যাকে মানুষ করেছে তার হাতেই খুন হলো মামা মাহমুদ

#

কামাল পাঠান, সরাইল ব্রাহ্মনবাড়িয়াঃ

১৭ নভেম্বর, ২০২১,  5:44 PM

news image


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  ভাগিনার হাতে খুন হয়েছেন মামা। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর মিয়া তার আপন মামা। একই পাড়ার মৃত কালা মিয়ার পুত্র মাহমুদ মিয়াকে (৩৭) ছুরিকাঘাতে খুন করেন। 


প্রত্যক্ষদর্শী আলমগীর ও আনোয়ারের মা এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,  মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও আনোয়ার এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে রান্নাঘর ও পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভাই মারামারি শুরু হয়, এরই মাঝে আনোয়ার  মাহমুদকে ফোন দেই বাড়িতে আসার জন্য ,,,, 

 মাহমুদ মিয়া ভাগ্নের বাড়িতে যান। এ সময় মামা মাহমুদ মিয়া ভাগিনা আলমগীর ও আনোয়ার এর মধ্যকার পারিবারিক বিরোধ মিঠানোর চেষ্টাকালে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাগিনা আলমগীর তার স্ত্রীর হাতে থাকা চুড়ি নিয়ে মামা মাহমুদ মিয়ার পেটে উপর্যপুরি আঘাত করে।  এ সময় মাহমুদ মিয়া মাঠিতে লুঠিয়ে পড়ে। নিকটাত্বীয়রা গুরুতর আহত মাহমুদ মিয়াকে উদ্ধার করে দ্রুত সরাইল হাসপাতেলে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর  হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করা হয়। রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। 


এ খবর এলাকায় পৌঁছলে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পর দিন আজ  বুধবার ( ১৭ নভেন্বর)  সরজমিনে নিহত মাহমুদ মিয়ার বাড়িতে গিয়ে শোকাহত মানুষের ভীড় দেখা যায়। 


উদীয়মান ব্যবসায়ী ও এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত মাহমুদ মিয়ার আকস্মিক খুন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার লোকজন।  ১ ছেলে ও ৩  মেয়ের জনক মাহমুদ মিয়াকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। 


এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo প্রকাশক - মোঃ মাহফুজুর রহমান সম্পাদক- মোঃ সাজেদুর রহমান নির্বাহী সম্পাদক- আব্দুস সালাম মিতুল