ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সুনামগঞ্জের সোনাপুরের বেঁদে পল্লীর ঈদ আনন্দ বঞ্চিত শিশুদের মাঝে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের বস্ত্র বিতরণ

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

০২ মে, ২০২২,  9:39 PM

news image

 জনকল্যানমুখী বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের ঈদের আনন্দ বঞ্চিত বেঁদে পল্লীর বাচ্চাদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে। 

সোমবার বিকেলে শহরের ঐতিহ্য যাদুঘরের সামনে  শতাধিক বাচ্চাদের মধ্যে পাঞ্জাবি, শার্ট ও মেয়েদের কাপড় বিতরণ করা হয়। 

বাচ্চার জন্য কাপড় নিতে আসা বেঁদে পল্লীর জোসনা বেগম বলেন, মানুষের কাপড় কিনা দেইখা বাচ্চাটা সারাদিন কানে কানে এসে বলতে থাকত ঈদের মাঝে  নতুন কাপড় কিন্না দিবার লাগি। আমরা গরীব মানুষ টেকা কই পাইমু। এহন এমনিতেই বাজার ভালা না। সারাদিন রাস্তায় বইয়া থাকলেও কাস্টমার আহে না। আগের মত রোজী নাই। খাইয়া বাইচা থাকতে পারি না আমার কিসের ঈদ  করমু। আজ ঈদের কাপড় পাইয়া আমার বাচ্চাও খুশি আমিও খুশি। 

শিশু আফসানা বলেন, সারাদিন মায়ের সাথে রাস্তায় বসে থাকি। লোকে এটা-ওটা দিলে খাই না দিলে না খেয়ে থাকি। সবার ঈদের কাপড় কিনা শেষ কিন্ত আমাদের পরিবারের কেউ এখনো কাপড় কিনি নাই। তারা নতুন কাপড় দেওয়ায় সুন্দর ভাবে ঈদ টা করতে পারবো। 

বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস বলেন,  আমরা প্রতিবছর ঈদে চেষ্টা করি ছিন্নমূল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। প্রতিবছর পথশিশুদের দিলেও এবার বেঁধে পল্লীর বাচ্চাদের দিয়েছে। বাচ্চারা নতুন কাপড় পেয়ে অনেক খুশি। আমাদের আশেপাশের সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। 


কাপড় বিতরণের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, শামসুল কাদির মিসবাহ, আমিনুল হক, সংগঠনের সদস্য রিংকু কর, শ্রাবণী চৌধুরী, কিশাল শেখর তালুকদার, অন্তর কর, উজ্জল দাস প্রমুখ।


logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান