ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন

#

২৮ এপ্রিল, ২০২২,  4:21 PM

news image

সুনামগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বৃ্স্পতিবার বেলা ১১ টায় শহরের মল্লিকপুর খাদ্য গুদাম এলাকায় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি বোরো মওসুমে সুনামগঞ্জের ১১ টি উপজেলার ১২ টি এলএসডিতে ২৮ হাজার ৬৬৬ মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। গুদামে ধান দিতে আসা সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কৃষক শশাঙ্ক পাল বলেন, কৃষি এপসে আবেদন করে ধান দেয়ার জন্য মনোনীত হয়েছি। আজ ৩ টন ধান গুদামে দিয়েছি। কোন রকম হয়রানি ছাড়া গুদামে ধান দিতে পেরে ভালো লাগছে। একই গ্রামের কৃষক সুর্নিমল বলেন, ধান দিতে এখন আর কোন হয়রানিতে পড়তে হয় না। সহজেই গুদামে ধান দেয়া যায়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম বলেন, খাদ্য বিভাগ কৃষকের ধান গ্রহণ করতে প্রস্তুত। জেলার ১২ টি এলএসডিতে কোন রকমের ঝামেলা ছাড়া মনোনীত কৃষক ধান দিতে পারবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন জেলায় আজ পর্যন্ত ৭২ ভাগ জমির ধান কাটা হয়েছে। হাওরের অংশে ১ লাখ ৪৪ হাজার হেক্টর জমির ধান কেটেছেন কৃষক। আগামী ৩/৪ দিনের মধ্যে হাওরের ধান কাটা ও মে মাসের ৫ তারিখের মধ্যে হাওরের বাইরের অংশের ধান কাটা শেষ হবে।       অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, জেলার সকল এলএসডিতে কৃষকরা জেন কোন রকমের হয়রানি ছাড়া ধান দিতে পারেন সে বিষয় নিশ্চিত করবে প্রশাসন। সুনামগঞ্জ অটো রাইছ মিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক বলেন, এবছর কম পাকনা আধা পাকনা ধান কাটার ফলে চালের গুণগত মান ঠিক রাখা কঠিন হবে। তারা মিলিং শুরু করার পর বোঝা যাবে কি অবস্থা হবে চালের। তিনি আরো বলেন গেলবার জেলার মিল মালিকরা গুদামে চাল দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই মিল বন্ধ করে দিয়েছেন। তিনি চালের বাজার দরের সংগে সামঞ্জস্য রেখে চালের দাম নির্ধারনের দাবি জানান সরকারের কাছে। আবুল কালাম জানান গত বছর ও লোকসান দিতে হয়েছে মিল মালিক দের।  এ বছর যেন দর আরও বুদ্ধ

 করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড সাদিয়া সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার মো: সালাহ উদ্দিন টিপু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাঈয়ুম, মিল মালিক সমিতির নেতা হাজী আবুল কালাম সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভপতিপ্র লতিফুর রহমান রাজু প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস জানায় চলতি বছর প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা। সদর, তাহিরপুর, দিরাই, শান্তিগঞ্জ সহ ১১ টি উপজেলার ১৩ টি এলএসডিতে ২৮ হাজার ৬৬৬ টন ধান সংগ্রহ করা হবে। ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। সুনামগঞ্জ জেলায় আজ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান