ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্টে ১লক্ষ টাকা জরিমান আদায়

#

২০ এপ্রিল, ২০২২,  10:32 PM

news image

 যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট ১লক্ষ টাকা জরিমান আদায় করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার সময় উপজেলার ২নং মাগুরা ইউনিয়েনর মিশ্রিদেয়াড়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালু মহাল  ও মাটি সংরক্ষণ আইন ২০১০ এর আওতায় বহিরামপুর গ্রামের মোঃ আব্দুল কাদের খানের ছেলে মোঃ আব্দুল জালাল (৫৫) কে গ্রেপ্তার করা হয়। 

তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা থানার পুলিশ বাহিনীর এস,আই, (নি.) জনাব সুব্রত  কুমার কুন্ডু উক্ত অপরাধটি মোবাইল কোর্টে বিচারের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ০৪ (চার) টি শ্যালোমেশিন এবং মালিকানা বিহিন ০২টি এক্সকেভেটর মেশিন এবং প্রায় ১,৪২,৭৬০ সি,এফ,টি অবৈধভাবে উত্তোলনকৃত স্তুপ আকারে রাখা বালু জব্দ তালিকামূলে জব্দ করা হয়। স্থানীয় ০২ জন স্বাক্ষীর উপস্থিতিতে জব্দকৃত মালামালসমূহ ঘটনাস্থলে উপস্থিত ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক এর জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত মালিকানা বিহীন ০২টি এক্সকেভেটর মেশিন উপযুক্ত মালিকে ০২জন স্বাক্ষীর উপস্থিতিতে ফেরৎ প্রদানের জন্য জিম্মাদার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। জব্দকৃত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মালামাল ও বালি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ২নং মাগুরা ইউনিয়ন ভূমি অফিসের উপস্থিতিতে আগামী ১০ দিনের মধ্যে  প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করে অত্র আদালতকে অবহিত করার জন্য জিম্মাদার ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। তিনি আরো জানান অপরাধের দোষ স্বীকার করেন এবং নিম্ন স্বাক্ষরকারী তাকে বালুবহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ০১লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ০২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেওয়া হয়। তাৎক্ষরিকভাবে মোবাইল কোর্টের পেশকার মোঃ রমজান আলী বিশ্বাস, জরিমানার অর্থ আদায় করেছেন। উপজেলায় সরকারি নদ-নদী, খাল-বিল থেকে অবৈধ বালু উত্তোলন সহ অন্যন্য অপরাধ প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান