ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

১৮ এপ্রিল, ২০২২,  10:56 PM

news image

গত ১৬ ই এপ্রিল ,শনিবার  কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ-এর উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইট্সের নবান্ন পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম আসাদুজ্জামান এব পরিচালনায় ও সন্চালনায় ছিলেন  সাধারণ সম্পাদক আশরাফুল আলম  ও নাজমুল আহসান দুলাল ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য গিয়াস উদ্দিন , রাশেদুল আলম , সাজেজুল ইসলাম সুজন , হাফিজুর রহমান , মাসুদুল ইসলাম  লিপু ও হালিম চৌধুরী , উপদেষ্টা প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী , রফিক আহাম্মেদ মিলু , সহ সভাপতি আনোয়ারা মন্জু , ইফতার কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান , যুগ্ম আহ্বায়ক একেএম এস রহমান , তৈয়ুবুর রহমান , প্রধান সমন্বয়কারী এম কামরুজ্জামান , সমন্বয়কারী আশিক রহমান , সদস্য সচিব আবদুল্লাহ যুবায়ের , যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান প্রলয় ,কারিবুল ইসলাম , মহিলা সম্পাদিকা আম্বিয়া বেগম অন্তরা , সাহিত্য সম্পাদক রওশন হাসান , ফেরদৌসী রহমান , আবু হেনা মোস্তফা রয়েল , আসিফ ইকবাল সন্চয় ও অন্যান্য সদস্যবৃন্দ । 

এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এম আমানউল্লাহ , নুরুজ্জামান সর্দার সভাপতি সেচ্ছাসোবকলীগ যুক্তরাষ্ট্র , মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকসন হাইট্স বিজনেস এসোসিয়েশন , জাফর আহম্মদ সহ সভাপতি ফেনী জেলা সমিতি , এইচএম ইকবাল সভাপতি ব্রাক্ষন বাড়িয়া জেলা সমিতি , মনিরুল ইসলাম দিপু সভাপতি কুমিল্লা জেলা সমিতি ,তরিকুল ইসলাম বাদল সভাপতি যশোর জেলা সমিতি , ইমরুল কায়েস সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা সমিতি , আব্দুল মালেক সহ দপ্তর সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ , মনোয়ার হোসেন , সাফায়েত রহমান রোমান , রাসেল রাইয়ান রামিন , ডাক্তার মনিরুল ইসলাম প্রমুখ । খবর বাপসনিউজ।


ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে  সমিতির বিগত দিনের কার্যক্রমে ভূয়ষী প্রশংসা করেন , বিশেষ করে করোনাকালীন সময়ে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে সেচ্ছাসেবক দিয়ে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য  পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখতে সমিতির সদস্যদের অনুরোধ করেন ।


দোয়া মাহফিল পরিচালনা করেন ক্বাজী এম মোজাম্মেল হক । তিনি কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া করেন । 


পরিশেষে সমিতির সভাপতি এম আসাদুজ্জামান সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং সমিতির উন্নয়ণ মূলক কাজ অব্যাহত রাখতে সকল কুষ্টিয়াবাসীকে এক সাথে কাজ করার আহ্বান জানান । 

এছাড়া সমিতির আগামী ৭ ই আগষ্ট রবিবার কর্টোন পয়েন্ট পার্কে বনভোজনের অগ্রীম আমন্ত্রণ জানান ।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান