পশ্চিম বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কড়া নির্দেশ রাজ্যের ডি জি, মুখ্যসচিবকে
১৪ এপ্রিল, ২০২২, 6:47 PM

১৪ এপ্রিল, ২০২২, 6:47 PM

পশ্চিম বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কড়া নির্দেশ রাজ্যের ডি জি, মুখ্যসচিবকে
আজ পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়ের বেধে দেওয়া সময় সীমার মধ্যে কলকাতার রাজভবনে সাতসকালে সশরীরে হাজির হন পশ্চিম বাংলা পুলিশের ডি জি ও পশ্চিম বাংলার মুখ্যসচিব। তাদের সাথে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠকে উঠে এসেছে পশ্চিম বাংলার বর্তমান আইন শৃঙ্খলা র বেহাল দুর্দশা র চিত্র। পশ্চিম বাংলার রাজ্যপাল বলেন সারা পশ্চিম বাংলার বুকে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে মহিলারা। বহু ক্ষেত্রে তাদের খুন করে দিয়েছে ধর্ষকরা। সেই কেসের তদন্তের ভার দিয়েছেন দক্ষ পুলিশ অফিসার শ্রীমতী দয়মন্তী সেন আই পি এস র উপর কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং নদিয়ার হাস খালি ও মাটিয়া, দেগঙ্গা ও ইংরেজবাজার এবং কলকাতার বাশদ্রোনী র তদন্ত শুরু করে দিয়েছে। এবং পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর শাসক দলের অত্যাচার বেড়ে চলেছে এবং কোথাও কোথাও শাসক দলের নেতা ও কর্মীদের দ্বারা খুন হতে হয়েছে বিরোধী দলের নেতা ও কর্মীদের। পশ্চিম বাংলার বীরভূম জেলার রামপুরহাটের বইটাই গ্রামে যে জীবন্ত মানুষের খুন করে হত্যা করা হয়েছে তা পশ্চিম বাংলার কাছে লজ্জার বিষয়। অবিলম্বে পশ্চিম বাংলায় আইনের শাসন জারি করতে হবে। এটাই আমার নির্দেশ পশ্চিম বাংলার রাজ্যপাল হিসাবে।এখানে কোন রাজনৈতিক দল ও জাতি গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ কে দেখলে চলবে না। আইনের শাসন জারি করার জন্য সবধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।