ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

মানিকগঞ্জে ৮ ডাকাত সদস্য গ্রেফতার

#

১২ এপ্রিল, ২০২২,  5:55 PM

news image

মানিকগঞ্জে সিসিটিভির ফুটেজ দেখে পিকআপসহ গরু ডাকাতির সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে একথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।


গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর শেখ, বাবু খা, আবু দাউদ, শেখ ইলিয়াজ, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, শাজাহান ও মঙ্গল আলী। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি মানিকগঞ্জ, শেরপুর, জয়পুরহাট ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরি ফার্মের ৩টি গরু পিকআপভ্যানে করে ঢাকায় নেয়ার পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। ১০-১২ জনের ডাকাত সদস্য ব্যারিকেট সৃষ্টি করে গরু বহনকারী পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি লুট করে নিয়ে যায়। গরুর ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় ১০ এপ্রিল একটি মামলা করেন।  ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নামে।


এরপর সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে সাভারের আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।


সিএফসিএল ডেইরি ফার্মের ম্যানেজার গোলাম আজাদ সরকার বলেন, তাদের ফার্মে ৭শ গরু রয়েছে। মাঝে মধ্যে গরু ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। গত ৬ এপ্রিল রাতে ফার্মে থেকে ৩টি গরু ঢাকায় নেয়ার পথে রাত ৩টার দিকে সিংগাইর মানিকগঞ্জ সড়কে গারাদিয়া এলাকায় ডাকাত সদস্যরা অন্য একটি ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে পিকআপসহ গরু ডাকাতি করে।


পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ডাকাতির পর পুলিশ মাঠে নেমে কাজ শুর করেন। ডাকাতি হওয়া গরু দ্রুত জবাই করে তার মাংস বিক্রি করে দেয় ডাকাত সদস্যরা। পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার ও লুট হওয়া পিকআপভ্যানটি উদ্ধার করেছে।


গ্রেফতারকৃত ৮ ডাকাত সদস্যের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন বলে জানান তিনি। বাকি দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান