ঢাকা ১৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

তানোরে মাটির রাস্তা পাঁকাকরণে অধ্যক্ষ মিজানের বাঁধা

#

১২ এপ্রিল, ২০২২,  5:53 PM

news image

রাজশাহীর তানোরে মাটির রাস্তা পাঁকা করণে বাঁধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে রেখেছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী আ’লীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার নোনাপুকুর গ্রামে। এঘটনায় এলাকাবাসীসহ গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনার পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার প্রাণপুর মোড় হতে কৈয়েল সড়কের নোনাপুকুর গ্রামের ভিতর দিয়ে নোনাপুকুর থেকে ইলামদহি পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিনেও পাঁকাকরণ করা হয়নি।


সম্প্রতি গ্রামবাসীর দাবীর প্রেক্ষিতে রাস্তা টেন্ডারের মাধ্যমে পাঁকাকরণ কাজ শুরু হয়। এহেন প্রেক্ষিতে গত প্রায ১ মাস আগে  ক্ষমতাসীন দলের প্রভাবশালী আ’লীগ নেতা কৈয়েলহাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ওই গ্রামের পার্শ্বে ১৬ বিঘা জমিসহ রাস্তাটি ক্রয় সূত্রে দাবি করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেন।


ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রতিফলন রাস্তাটি পাঁকাকরণ নির্মান কাজ বন্ধ রয়েছে। এঘটনায় এলাকাবাসীসহ গ্রামবাসীর মধ্যে চরমক্ষোভ ও উত্তেজনাসহ হতাশা বিরাজ করছে।


আজ মঙ্গলবার দুপুরে সরেজিমন গিয়ে দেখাা গেছে, রাস্তাটি নির্মাণের প্রায় অর্ধেক কাজ শেষ পর্যায়ে। এছাড়াও নির্মাণ সামগ্রী মজুত রয়েছে। কিন্তু অধ্যক্ষের বাঁধার মুখে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ওই রাস্তার ১০০ মিটার লম্বা ও ১০ ফিট প্রসস্থ রাস্তা অধ্যক্ষ মিজানের সম্পত্তির উপর পড়েছে। এহেন দাবীতে পুরো রাস্তাটির পাকাকরণ কাজ বন্ধ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু গ্রামবাসীরা জানান, ওই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষাকালে একমাত্র ওই কাঁদামাটির রাস্তা দিয়ে জনসাধারণ ছাড়াও শিক্ষক-শিক্ষিকাসহ কমলমতি শিক্ষার্থীরা চলাচল করে থাকেন।


এব্যাপারে কৈয়েলহাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান বলেন, মাটির ওই রাস্তাটি আমার ক্রয় করা সম্পত্তির উপর পড়েছে। এই জন্যই রাস্তা পাকা করতে নিষেধ করা হয়েছে। আমার সম্পত্তি ছেড়ে দিয়ে রাস্তার উত্তর দিক দিয়ে নতুন ভাবে রাস্তা তৈরি করে পাঁকা করুক বলে জানান তিনি।


যোগাযোগ করা হলে উপজেলার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মতিন বলেন, রাস্তাটি প্রায় শত বছর আগের তৈরি করা রাস্তা। ওই রাস্তার দুই ধারে বিভিন্ন ফলজ গাছও রয়েছে। অধ্যক্ষের সঙ্গে বসে সমাধান করে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান চেয়ারম্যান।


তথ্যানুসন্ধানে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সংসদ ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার উদ্যোগে ও সহযোগীতায় রাস্তাটি সরকারী ভাবে টেন্ডারের মাধ্যমে পাঁকাকরণ কাজ শুরু করা হয়েছে।


এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারকে বাধাঁ প্রদান করে চলমান কাজ বন্ধ করা হয়েছে। আগামীকাল বুধবার তিনি তদন্ত করতে ওই এলকায় যাবেন। তারপরে পাঁকাকরণ কাজের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  রাস্তাটি যেন পাঁকাকরণ করা যায় এজন্য সকল প্রক্রিয়া ও ব্যবস্থা গ্রহণ করবেন বলে গ্রামবাসীকে আশ্বাস দিয়েছেন বলেও জানান ইউএনও।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান