সুনামগঞ্জে নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
১০ এপ্রিল, ২০২২, 8:20 PM
১০ এপ্রিল, ২০২২, 8:20 PM
সুনামগঞ্জে নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বাংলা নব বর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুর সাড়ে ১২ টায় এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম এডভোকেট আলী আমজাদ, নুরুল মোমেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন ,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন এডভোকেট রইছ উদ্দিন আহমেদ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ, রেজা চৌধুরী,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার মঞ্জুরুল চৌধুরী পাভেল, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সামিনা চৌধুরী মনি ,জেলা তথ্য অফিসার আব্দুষ ছাত্তার নিলয় পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহিনূর রহমান শিশু বিষয়ক কর্ম কর্তা বাদল চন্দ্র বর্মন প্রমুখ।
নব বর্ষ উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেন।