ঢাকা ১৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

ময়মনসিংহে গৃহহীনকে ঘর হস্তাস্তর ও নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১০ এপ্রিল, ২০২২,  8:16 PM

news image

মুজিব শতবর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়। 

১০ এপ্রিল সকাল ১১ টায় গণভবন থেকে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ময়মনসিংহ কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, তদন্ত অফিসার ফারুক হোসেন ও ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। 

অনুষ্ঠানে ময়মনসিংহ কোতোয়ালী থানার ৫ নং সিরতা ইউনিয়নের হতদরিদ্র রেজিয়া খাতুনকে ঘর উপহার দেওয়া হয়। ময়মনসিংহ জেলার ১৪ টি থানায় মোট ১৪ জনকে গৃহ নির্মাণ স্হাপন করে গৃহ হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায় যে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে ন্যূনতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেওয়া হয়।

ময়মনসিংহ কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ জানান থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ২৪ ঘন্টা সার্ভিস ডেস্ক চালু থাকবে।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান