বারুইপুর জেলা পুলিশের নিখুঁত অভিযানে দুস্কৃতিকারী সহ ডাকাতির সরঞ্জাম রিকো ভারী
০৯ এপ্রিল, ২০২২, 8:33 AM

০৯ এপ্রিল, ২০২২, 8:33 AM

বারুইপুর জেলা পুলিশের নিখুঁত অভিযানে দুস্কৃতিকারী সহ ডাকাতির সরঞ্জাম রিকো ভারী
গত কয়েক দীন হল বারুইপুর জেলা কে সন্ত্রাসী মুক্ত করতে এবং অপরাধ মুক্ত বারুইপুর জেলা গড়তে উঠে পড়ে লেগেছে জেলা পুলিশের কর্মকর্তারা। এদিন বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং এস ডি পি ও অধীনে জীবন তলা থানার অন্তর্গত উর সাপাই পাড়া, দুগানগড়, ইনাট গাজী পি এস দম দম এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করার মালপত্র ও ডাকাতি করার জন্য আগ্নেয় অস্ত্র মেশিন এবং তাজা কার্তুজ উদ্ধার করে জীবন তলা থানার ওসি ও জীবন তলা থানার পি সি আই শ্রী সমরেশ ঘোষ। সেই সঙ্গে বেআইনি আগ্নেয় অস্ত্র রাখার জন্য গ্রেপ্তার করা হয় দাগী আসামি সালাউদ্দিন সেখ কে। তাকে আজ বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হবে। এবং তাকে জিজ্ঞেস বাদ করার জন্য পুলিশের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে বারুইপুর জেলা পুলিশের সূত্র থেকে। ইতিমধ্যেই বারুইপুর জেলা পুলিশের বিভিন্ন যায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং হাতেনাতে তার ফল পেতে শুরু করেছে।