শোক সংবাদ ড. সূর্য শংকর রায়
০৫ এপ্রিল, ২০২২, 6:32 PM

০৫ এপ্রিল, ২০২২, 6:32 PM

শোক সংবাদ ড. সূর্য শংকর রায়
শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ীর দক্ষিন হিস্যার সর্বশেষ জমিদার দেব শংকর রায়ের পুত্র ড. সূর্য শংকর রায় আজ (৫ এপ্রিল ) পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে তেওতাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি ১৯৪৩ সালে কোলকাতায় জন্ম গ্রহণ করেন। তিনি কোলকাতা প্রেসিডেন্সি কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি সাহিত্য চর্চা ও শিক্ষা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। তিনি কয়েকটি ইংরেজি দৈনিকে নিয়মিত গবেষণা মূলক প্রবন্ধ লিখতেন। তিনি কোলকাতা এশিয়াটিক সোসাইটির প্রকাশনা সম্পাদক ছিলেন।
তিনি দুই পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। জেষ্ঠ পুত্র ঋদ্ধি শংকর রায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও ইতিহাসের গবেষক । কনিষ্ঠ পুত্র সমৃদ্ধি শংকর রায় একজন পদার্থ বিদ । তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি পুরুষ্কারে ভূষিত হয়েছেন। এক মাত্র কন্যা মৃন্ময়ী রায় স্বামী সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর সূর্য শংকর নাড়ির টানে কয়েকবার তেওতার বাড়ীতে আসেন। কোলকাতায় বসবাস করলেও তিনি সবসময় নিজেকে তেওতার সন্তান বলে গর্ববোধ করতেন।