ইডি প্রশ্নে দিল্লি হাইকোর্টের কাছে বড় ধাক্কা পশ্চিম বাংলা সরকারের
০৫ এপ্রিল, ২০২২, 6:04 PM

০৫ এপ্রিল, ২০২২, 6:04 PM

ইডি প্রশ্নে দিল্লি হাইকোর্টের কাছে বড় ধাক্কা পশ্চিম বাংলা সরকারের
গত ১৭,ই, মার্চ, তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সদস্য অভিষেক ব্যানার্জী কে কয়লা খনি কেলেঙ্কারি নিয়ে ভারতের ই ডি যখন দিল্লি তে তলব করেন, ঠিক তখনই পশ্চিম বাংলা সরকারের কতৃক পশ্চিম বাংলার পুলিশ এই কেসের তদন্ত কারি অফিসারদেরকে কলকাতার লালবাজারে ডেকে পাঠান। এই ঘটনার পর ই ডি পশ্চিম বাংলার পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের বিচারপতি শ্রী জসমিত সিঙ এর একলাসে একটি রিট আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে রাজ্যে সরকারের পক্ষ থেকে তাদের আইনজীবী বিকাশ পাওয়ার এবং ইডি র পক্ষ থেকে তাদের আইনজীবী অতিরিক্ত এডভোকেট জেনারেল এস ভি রাজুর বক্তব্য শোনেন। সবশেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি শ্রী জসমিত সিঙ রায় দিতে গিয়ে বলেন যে ১৬0,নাম্বার, ধারা অনুযায়ী ইডি কে নোটিশ প্রদান করা যায়না। ইডির তদন্তের বাধার কারণ কেউ হতে পারে না।