ঢাকা ১৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
জুড়ীতে দলীয় বিভাজন সৃষ্টি‌ করছেন‌ যুবদল নেতা নিপার রেজা  তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা দর্শনায় বিএনপির জনসংযোগ ফের বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এনবিআরের কর পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব ফ্রিজ: কোটি টাকার সম্পদের খোঁজে আইটিআইআইইউ তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নে সাইবার ফোর্সের মতবিনিময় সভা চাঁদপুরে সড়ক ও জনপথের ২১ কোটি টাকার সড়ক প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন : এস এ সিদ্দিক সাজু বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

উস্হি মালন্চ মিশনের ছাত্র উপর পাশবিক অত্যাচার তদন্তে ভার নিলেন ওসি মিলটন রক্ষিত

#

০২ এপ্রিল, ২০২২,  9:21 PM

news image

গতকাল পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত উস্হি মালন্চ মিশনের একটি ছাত্রের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। সেই ছাত্র কে গুরুতরভাবে প্রথমে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে। কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকায় তাকে ফের নিয়ে যাওয়া হয় কলকাতার এস কে এম হাসপাতালে। তবে তার অবস্হা আশঙ্কা জনক। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না। এই মালন্চ মিশন প্রতিষ্ঠা করা হয় প্রায় ১৬,বছর, আগে এখানে পড়াশোনা থেকে শুরু করে ছাত্র ও ছাত্রীদের থাকার জন্য আবাসিক ভবন আছে। যে ছাত্র গুরুতরভাবে হাসপাতালে ভর্তি হয়েছে তার সাথে আরো প্রায় ২০,জন, ছাত্র ছিল রুমে। ঠিক রাত ২,টোর, সময় ঐ ছাত্র চিৎকার করে ওঠে। ছুটে আসে মালন্চ মিশনের হোস্টেল ইনচার্জ। ছুটে আসে রুমবয়। গুরুতর আহত হন ছাত্রটি। তার কান ও নাক দিয়ে রক্ত বের হয়েছে। সেই সঙ্গে তাঁর গোপনাঙ্গ থেকে রক্তের ধারা অব্যাহত। গুরুতরভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রটির বাবার বাড়ি উস্হি থানার অন্তর্গত আলমপুর এলাকায়। পরিবারের পক্ষ থেকে স্হানীয় উস্হি থানায় অভিযোগ করা হয়েছে এবং মালন্চ মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ বৈদ্য উস্হি থানাতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি অভিযোগ করেন। তবে ঘটনার মূল কি তা তদন্ত করতে তৎপরতা শুরু করেন উস্হি থানার অফিসার ইনচার্জ মিলটন রক্ষিত।

logo সম্পাদক- মোঃ সাজেদুর রহমান