বন্যার টাকা লুঠের ঘটনায় হুলিয়া জারি তৃনমূল দলের প্রধান শ্রীমতী সোনালী সাহার বিরুদ্ধে
১৬ নভেম্বর, ২০২১, 3:28 PM

১৬ নভেম্বর, ২০২১, 3:28 PM

বন্যার টাকা লুঠের ঘটনায় হুলিয়া জারি তৃনমূল দলের প্রধান শ্রীমতী সোনালী সাহার বিরুদ্ধে
বিগত, ২০১৭, সালে ভয়াবহ বন্যার কবলে পড়া মালদাহ জেলার হরিশচন্দ্র পুরের বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী সোনালী সাহা কে দেওয়া বন্যার ত্রানের প্রায়, ৭৫,লক্ষ, টাকা তছরূপ দায়ে কলকাতা হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে হুলিয়া জারি করেন। সেই হুলিয়ার কপি তার বাড়িতে মেরে আসেন মালদাহ জেলার হরিশচন্দ্র পুর থানার পুলিশ। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে হরিশচন্দ্র পুর পঞ্চায়েত সমিতি র সভাধিপতি শ্রীমতী কোয়েল দাসের বিরুদ্ধে। প্রধান ও সভাধিপতি দুই জন এগনো পযন্ত অধরা। তবে তাদের কে ধরার জন্য হন্যে হয়ে ঘুরছে মালদাহ জেলার হরিশচন্দ্র পুর থানার আই সি শ্রী সঞ্জয় কুমার দাস। কিন্তু দুই জন কেউ বাড়িতে না থাকায় তাদের বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। আই সি হরিশ্চন্দ্র পুর থানা জানিয়েছেন যে, যদি তারা ধরা না দেন তাহলে হাইকোর্টের বিচারপতি র অনুমতি নিয়ে প্রধান ও পঞ্চায়েত সমিতি র সভাধিপতি বিরুদ্ধে তাদের সম্মতি ও ঘর বাড়ি নিলাম ডাক দিয়ে বিক্রয় করে বন্যার টাকা তোলা হবে। এই ঘটনা কে কেন্দ্র করে মালদাহ জেলার রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে। কারণ এই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে। সেই টাকা দিনের পর দিন আত্ম স্বাদ করলেন কি করে তা জানার জন্য সি এ জি ক্যাগ কে দিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তবে প্রধান ও পঞ্চায়েত সমিতি র সভাপতি কোথায় গেছে তার সন্ধান করতে সব ধরনের কাজ করে যাচ্ছেন মালদাহ জেলার হরিশ্চন্দ্র পুর থানার আই সি শ্রী সঞ্জয় কুমার দাস। এই বন্যার ত্রানের টাকা লুঠের ঘটনা এর আগে হয়েছে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায়। হাতে নাতে অফিসিয়াল ভাবে ধরা পড়েছে হরিশ্চন্দ্র পুর এর বরুই গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী সোনালী সাহা ও হরিশ্চন্দ্র পুর পঞ্চায়েত সমিতি র সভাধিপতি শ্রীমতী কোয়েল দাসের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ মালদাহ জেলার তৃনমূল দলের নেতৃত্ব।।