রান্নার গ্যাসের দাম ও প্রেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির শাহবাগে রাস্তায় ভারতের জাতীয় কংগ্রেস।
৩১ মার্চ, ২০২২, 6:15 PM

৩১ মার্চ, ২০২২, 6:15 PM

রান্নার গ্যাসের দাম ও প্রেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির শাহবাগে রাস্তায় ভারতের জাতীয় কংগ্রেস।
আজ ভারতের নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধী র নেতৃত্বে। আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা সাবেক ভারতের রেলওয়ে মন্ত্রী ও রাজ্যসভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আগত লোকসভা ও রাজ্যে সভার সদস্য বৃন্দ। এবং দিল্লির বিভিন্ন যায়গায় থেকে ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা যোগ দেন। ভারতের জাতীয় কংগ্রেসের দাবি সাধারণ মানুষের বাচাতে রান্নার গ্যাসের দাম হ্রাস এবং ডিজেল ও প্রেট্রোলের মূল্যবৃদ্ধি হ্রাস করার দাবি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। তাদের অবিলম্বে এই সব জিনিসের দাম কমিয়ে দিয়ে সাধারণ মানুষের বাচার রাস্তা করে দিতে হবে।।